ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সম্ভাব্য প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা করছে বিএনপি

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৪ ০৮:২৪:৫৪
সম্ভাব্য প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা করছে বিএনপি

সূত্র জানায়, আরও কয়েকটি বৈঠক শেষে আগামী দুই-তিন দিনের মধ্যে প্রার্থী তালিকার খসড়া তৈরি করে লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হবে। তিনিই প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন।

দলের এক নীতিনির্ধারক যুগান্তরকে বলেন, গত বছরের ১৬ জুলাই বিএন?পি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যান। সে সময় ৩০০ আসনের একটি সম্ভাব্য তালিকা তারেক রহমানকে দিয়েছিলেন তিনি। সেই তালিকার সঙ্গে বিএনপির পার্লামেন্টারি বোর্ডের তৈরি সংক্ষিপ্ত তালিকা সমন্বয় করে তারেক চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করবেন।

সূত্র জানায়, ৩০০ আসনে বিএনপির ২৪২০ জন মনোনয়ন প্রত্যাশী সাক্ষাৎকার দেন। এসব তালিকা ধরে নীতিনির্ধারকদের বৈঠকে আসনভিত্তিক জনমত ও সামর্থ্য বিবেচনা করে একটি ছোট তালিকা তৈরি করা হচ্ছে।

এর মধ্যে সিনিয়র নেতাদের আসনে একজন করে বিকল্প রেখে এবং বেশ কিছু আসনে দুইজন বিকল্প ও বেশিরভাগ আসনে তিনজন করে বিকল্প প্রার্থী রেখে তালিকা তৈরি করা হচ্ছে।

এ তালিকা তৈরির পাশাপাশি ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আসন বণ্টনের বিষয়েও বৈঠকে আলোচনা করেন নীতিনির্ধারকরা। জোটের সঙ্গে আসন বণ্টন করা হলেও সেসব আসনে বিকল্প প্রার্থী রাখার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি।নীতিনির্ধারকদের বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

সুত্রঃ যুগান্তর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে