ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

প্রার্থী তালিকায় নাম প্রকাশের অভিযোগে মান্নাকে আ’লীগ নেতার উকিল নোটিশ

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৪ ০০:২০:১১
প্রার্থী তালিকায় নাম প্রকাশের অভিযোগে মান্নাকে আ’লীগ নেতার উকিল নোটিশ

খায়রুল বাশার মজুমদার নাগরিক ঐক্যের কর্মী বা সমর্থক নন উল্লেখ করে তার নাম প্রার্থী হিসেবে বেআইনিভাবে ঘোষণা করায় এ নোটিশ পাঠানো হয়। জবাব না মিললে মানহানির মামলা করার কথাও উল্লেখ আছে ওই নোটিশে।

সম্প্রতি মাহমুদুর রহমান মান্নার পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে তার দলের মনোনয়নপ্রাপ্ত ব্যাক্তিদের একটি তালিকা পাঠানো হয়। তাতে প্রার্থী হিসেবে খায়রুল বাশার মজুমদারের নামও রয়েছে। এ তালিকা প্রকাশও করা হয়। অথচ খায়রুল বাশার মজুমদার কখনো মান্নার দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এবং এখনো নেই।

খায়রুল বাশার মজুমদার জানান, ওই তালিকা প্রকাশের কারণে তার রাজনৈতিক ও সামাজিক মর্যদা ক্ষুন্ন হয়েছে। ইতিমধ্যে দুটি জাতীয় দৈনিকে তার প্রতিবাদ ছাপা হয়েছে। তিনি মাহমুদুর রহমান মান্নার নিকট ঢাকা জজ কোর্টের আইনজীবী হাফেজ আহম্মদের মাধ্যমে ২০ নভেম্বর উকিল নৌটিশ পাঠিয়েছেন।

খায়রুল বাশার মজুমদার জানান, মান্নার কাছে পাঠানো উকিল নৌটিশের উপযুক্ত উত্তর না পেলে তিনি আদালতে মামলা করবেন।

এ বিষয়ে জানতে মাহমুদুর রহমান মান্নার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।

সুত্রঃ যুগান্তর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে