ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

সর্বকনিষ্ঠ বোলার হিসেবে নাঈম হাসানের বিশ্বরেকর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৩ ২১:৪০:২০
সর্বকনিষ্ঠ বোলার হিসেবে নাঈম হাসানের বিশ্বরেকর্ড

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৭ বছর ২৫৭ দিন বয়সে পাঁচ উইকেট শিকার করেছেন পাকিস্তানের তারকা পেস বোলার মোহাম্মদ আমির। এছাড়া ১৬ বছর ৩০৩ দিন বয়সে পাকিস্তানের নাসিম-উল-গনি ৫ উইকেট শিকার করেছেন। তবে এই দুইজনের কেউই অভিষেকে ৫ উইকেট শিকারে নজির স্থাপন করতে পারেননি। যেটি করে বিশ্বরেকর্ড গড়েছেন নাঈম।

এই রেকর্ডের মধ্য দিয়ে এনামুল হক জুনিয়রের রেকর্ড ভাঙেন নাঈম হাসান। দেশেরে ক্রিকেটে এত দিন সবচেয়ে ছোট ক্রিকেটার হিসেবে এই রেকর্ডের মালিক ছিলেন এনামুল হক। তিনি ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৪৫ রানে ৬ উইকেট শিকার করে বাংলাদেশকে প্রথম টেস্ট জিতিয়েছিলেন। সেদিন এই বাঁ হাতি স্পিনারের বয়স ছিল ১৮ বছর ৩২ দিন।

চট্টগ্রাম টেস্ট সবচেয়ে কমবয়সী হিসেবে অভিষেকে ৫ উইকেট শিকার করে বিশ্বরেকর্ড গড়া প্রসঙ্গে নাঈম হাসান বলেন, ‘বোলিং করার আগে আমার কোনো টার্গেট ছিল না। আমি আমার স্বাভাবিক বোলিং করেছি। ৫ উইকেট নিতে হবে বা ১০ উইকেট নিতে হবে এরকম কিছু আমার মাথায় ছিল না। আমি শুধু চেষ্টা করেছি প্রসেসটা মেইনটেইন করার। রেকর্ডের কথা তো জানতামই না। দিনের খেলা শেষ হওয়ার পর শুনেছি রেকর্ড হয়েছে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ