ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

যে রেকর্ড গড়লেন আশরাফুল ব্যাটিংয়ে আর বোলিং এ নাঈম হাসানঃ আইসিসি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৩ ২০:০৪:২৬
যে রেকর্ড গড়লেন আশরাফুল ব্যাটিংয়ে আর বোলিং এ নাঈম হাসানঃ আইসিসি

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ৫ উইকেট নিয়েছেন ১৭ বছর বয়সী এই অফস্পিনার। তাতেই বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন তিনি। সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে টেস্টে ৫ উইকেটে নিয়েছেন তিনি। পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে।

নাঈমের দারুণ বোলিংয়ে বাংলাদেশের ৩২৪ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৪৬ রানে অলআউট হয়েছে ক্যারিবীয়রা। তাতে ৭৮ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

নাঈমের আগে বাংলাদেশের ৭ জন অভিষেক টেস্টে ৫ কিংবা তদুর্ধ্ব উইকেট লাভ করেছেন। পাঁচবারই প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম নাঈমুর রহমান দুর্জয় ২০০০ সালে, ভারতের বিপক্ষে নিয়েছিলেন ৬ উইকেট, মাঞ্জুরুল ইসলাম রানা ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে নেন ৬টি। মাহমুদউল্লাহ রিয়াদ ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫টি, ইলিয়াস সানী ২০১১ সালে ক্যারিবীয়দের বিপক্ষে ৬টি, সোহাগ গাজী পরের বছর এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই নিয়েছিলেন ৬টি।

এরপর তাইজুল ইসলাম ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই নিয়েছিল ৫টি। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে মেহেদী মিরাজ নিয়েছিলেন ৬ উইকেট।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ