ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

রিভিউ রেকর্ড জানলে অবাক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৩ ১৭:৫৩:৩০
রিভিউ রেকর্ড জানলে অবাক

২য় দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে তিন বল খেললেন মোস্তাফিজুর রহমান, এর মধ্যেই দুইবার নিলেন ডিসিশন রিভিউ। প্রথমবার আম্পায়ারকে ভুল প্রমাণ করলেও দ্বিতীয়বার আর বাঁচতে পারেননি মোস্তাফিজ। তবে চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনের খেলার বিজ্ঞাপনই যেনো হয়ে গেল এই রিভিউ রিভিউ খেলা।

দিনের পঞ্চম ওভারের প্রথম বলে অভিষিক্ত নাঈম হাসান ফিরে গেলে ভেঙে যায় আগের দিনের প্রতিরোধ। উইকেটে এসেই প্রথম বলে জোরালো আবেদনের শিকার মোস্তাফিজ। লেগ বিফোরের আবেদনটা এতোই জোরালো ছিলো যে দ্বিতীয়বার ভাবেননি আম্পায়ার, আঙুল তুলে জানিয়েছিলেন আউটের সিদ্ধান্ত। সবাই ভেবেছিলেন আউট। ফিল্ডাররা মাঠ ছেড়ে প্রায় চলেও গিয়েছিলেন।

শেষমুহূর্তে কি ভেবে রিভিউ নিলেন মোস্তাফিজ। শরীরী ভঙ্গিতেও বোঝা যাচ্ছিলো খুব একটা নিশ্চিত নন তিনি, স্রেফ রিভিউ বাকি থাকাতেই নেয়া। কাজে লেগে গেল সেটি। রিপ্লেতে দেখা গেল বল তার প্যাডে লাগার সময় ছিলো অফস্টাম্প লাইনের বাইরে। ব্যস, বেঁচে গেলেন মোস্তাফিজ। বাউন্ডারি লাইন থেকে ফেরত আসলেন ক্যারিবীয়ান ফিল্ডাররা।

নিজেদের ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারেই রিভিউ উৎসবে যোগ দেয় ওয়েস্ট ইন্ডিজ। মেহেদি হাসান মিরাজের বোলিংয়ে কিরন পাওয়েলকে লেগ বিফোর আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। সাথে সাথে রিভিউ নেন ব্যাটসম্যান। রিপ্লেতে দেখা যায়, প্যাডে লাগার আগে ব্যাটে লেগেছে বল। সিদ্ধান্ত বদলান আম্পায়ার, বেঁচে যান পাওয়েল।

খানিক সময় পরে ইনিংসের দশম ওভারে আবারও পাওয়েল, আবারও লেগ বিফোর এবং আবারও রিভিউ। এবারও আউট দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু এবার বাঁচতে পারেননি পাওয়েল। তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বাংলাদেশের পক্ষে এক বছরে সর্বোচ্চ উইকেট (৩৪) নেয়ার রেকর্ড গড়েন তাইজুল। রিভিউ নষ্ট হয় ক্যারিবীয়দের। প্রথম সেশনে আর হয়নি রিভিউ।

তবে মধ্যাহ্ন বিরতির পর ফিরে আবারও রিভিউ উৎসবে যোগ দেয় ওয়েস্ট ইন্ডিজ। এবার সুনিল অ্যামব্রিসকে লেগ বিফোর আউট ঘোষণা করেন আম্পায়ার। মনে সন্দেহ জাগায় রিভিউ নেন ব্যাটসম্যান। রিপ্লেতে দেখা যায় প্যাডে যাওয়ার আগে গ্লাভসে লেগেছে বল। আরও একবার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার।

এখানেই শেষ হয়। তিন ওভার পরে রিভিউ নেয় বাংলাদেশ। অভিষিক্ত নাঈম হাসানের বোলিংয়ে সেই সুনিল অ্যামব্রিসকে স্টাম্পিং কিংবা কট বিহাইন্ড, যেকোনো একটা পাওয়ার আশায় রিভিউ নেয় স্বাগতিকরা। কিন্তু রিপ্লেতে দেখা যায় মুশফিক দেরি করায় স্টাম্পিং থেকে এবং ব্যাটে না লাগায় কট বিহাইন্ডের হাত থেকে বেঁচে যান অ্যামব্রিস। রিভিউ হারায় বাংলাদেশ।

দুইবার রিভিউয়ের হাত থেকে বেঁচে যাওয়া অ্যামব্রিস আবারও রিভিউয়ের মুখোমুখি হন ইনিংসের ৩২তম ওভারে। এবারও তার বিরুদ্ধে লেগ বিফোরের সিদ্ধান্ত জানান আম্পায়ার। এবার ভাগ্যকে পাশে পাননি অ্যামব্রিস। ইম্প্যাক্ট ও উইকেটস আম্পায়ার্স কল হওয়ায় সাজঘরেই ফিরে যেতে হয় ৬৯ বলের সংগ্রামী ইনিংসে ১৯ রান করা অ্যামব্রিসকে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ