ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

টাইগারদের অভিষেক মানেই হ্যাট্রিক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৩ ১৫:৩০:০৪
টাইগারদের অভিষেক মানেই হ্যাট্রিক

প্রায় ৩ মাস পর মাঠে ফিরে প্রথম বলেই সাই হোপকে সরাসরি বোল্ড করেন সাকিব। তুলে নেন নিজের প্রথম ও দলের ২য় উইকেট। ওভারের শেষ বলেও উইন্ডিজ অধিনায়ক ব্রাথওয়েটকে পরাস্ত করে তুলে নিজের নিজের ২য় উইকেট।

লাঞ্চ বিরতিতে যাওয়ার শেষ ওভারে দারুণ একটি সুযোগ তৈরি করেছিলেন সাকিব। মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে তাইজুলের ক্যাচের ফাঁদে পড়তে চলেছিলেন রস্টন চেজ। কিন্তু ক্যাচটি তালুবন্দি করতে পারেননি মুস্তাফিজ। জীবন পেয়ে যান চেজ আর নিজের ৩য় উইকেটে হাতছাড়া হয় সাকিবের। লাঞ্চ বিরতির আগে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৫৪ রান।

বিরতির পর ব্যাটিংয়ে নেমে জুটি গড়েছেন চেজ ও অ্যামব্রস। কিন্তু ম্যাচের ২৭ তম ওভারে একটি স্ট্যাম্পিংয়ের সুযোগ তৈরি করেছিলেন নাঈম হাসান। কিন্তু সে যাত্রায় বেঁচে যান তিনি। তবে ক্যাচ আউটের আবেদন করে তখনই রিভিউর আবেদন করেন মুশফিক। কিন্তু বলে ব্যাটে কোনো সংযোগ না ঘটায় প্রথম রিভিউ খোয়াতে হয় বাংলাদেশকে।

তবে আমব্রস বেচেঁ গেলেও পরবর্তী ওভারেই চেজকে ফেরান নাইম। দেখা পান নিজের প্রথম উইকেটের। এরপর অ্যমব্রসকেও লেগ বিফরের ফাঁদে ফেলেন অভিষিক্ত নাঈম হাসান। তুলে নেন নিজের ২ উইকেট।

৫ম উইকেটের পতনের পর ভয়ংকর হয়ে উঠেন হেটমায়ার। ৪৭ বল থেকে ৬৩ রান করে মিরাজের শিকার হন তিনি। বিরতির আগে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান। লাঞ্চ বিরতির পর ২য় সেশনে ৩ উইকেট তুলতে পেরেছে টাইগার বোলাররা।

দিনের শেষ সেশনের শুরুতেই ৩ উইকেট তুলে নেয় নাঈম হাসান। মাত্র ৫০ রান খরচে ইতিমধ্যেই ৫ উইকেট পেয়েছেন এই তরুণ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২২৫ রান।

এর আগে ৮ উইকেটে ৩১৫ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেছে ৩২৪ রানে, আগের দিনের সঙ্গে মাত্র ৯ রান যোগ করেই।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ