ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

২ বার বেঁচে গেলেন পাওয়েল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৩ ১০:৩৭:১৯
২ বার বেঁচে গেলেন পাওয়েল

নাঈম ফেরার পর উইকেটে আসেন মোস্তাফিজুর রহমান। পরের বলেই তার বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন হয়। যেহেতু শেষ উইকেট, রিভিউ নিয়ে নেন মোস্তাফিজ। রিভিউটা জিতেও যান।

পরের বলটা ডিফেন্স করতে পারলেও ওভারের চতুর্থ বলে আবারও বিপদ মোস্তাফিজের। পায়ে বল লাগার পর এলবিডব্লিউয়ের আবেদনে আবারও আঙুল তুলে দেন আম্পায়ার, এবারও রিভিউ। তবে শেষ রক্ষা হয়নি মোস্তাফিজের। রিভিউয়ে দেখা যায় পরিষ্কার এলবিডব্লিউ হয়েছেন তিনি, রানের খাতা খোলার আগেই।

অপরপ্রান্তে দাঁড়িয়ে তাইজুলের এমন দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরির খুব কাছে চলে আসা এই ব্যাটসম্যান অপরাজিত থেকে যান ৩৯ রানেই। ৬৮ বলের ইনিংসটিতে ৪টি চার আর ১টি ছক্কা হাঁকান তিনি।

এর আগে মুমিনুল হকের ১২০ রানের দুর্দান্ত এক ইনিংসে ভর করে একটা সময় ৩ উইকেটে ২২২ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। শেনন গ্যাব্রিয়েলের বিধ্বংসী এক স্পেলে সেখান থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগাদের ইনিংস।

প্রথম ইনিংসে টাইগারদের ৩২৪ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মিরাজের ৪র্থ ওভারে আউটও হয়ে গিয়েছিলেন পাওয়েল। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। এরপর মুশফিকের হাতে একটি স্ট্যাম্পিংয়ের হাত থেকেও বেচেঁ যান তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৮ রান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ