ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মুখোমুখি হচ্ছেন এরদোগান-সালমান

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৩ ০০:২৮:৩৪
মুখোমুখি হচ্ছেন এরদোগান-সালমান

এমন পরিস্থিতিতে এবার তুর্কি প্রেসিডেন্ট রিপেস তাইয়্যিপ এরদোগান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মুখোমুখি হতে যাচ্ছেন। খবর ইয়ানি শাফাকের।

আগামী ৩০ নভেম্বর 'জি২০' এর ১৭তম সম্মেলন উপলক্ষে আর্জেন্টিনা যাচ্ছেন দুই নেতা। সেখানেই তাদের সাক্ষাৎ হতে পারে বলে এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিনের বরাত দিয়ে তুর্কি গণমাধ্যমটি খবর দিয়েছে।

এরদোগানের মুখপাত্র বলেন, আমরা জি২০ সম্মেলনে যাচ্ছি। সেখানেই দুই নেতার সাক্ষাৎ হতে পারে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর সাংবাদিক জামাল খাশোগি আঙ্কারায় সৌদি কনস্যুলেটে গিয়ে নিখোঁজ হন। সৌদি কর্তৃপক্ষ প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে তারা তার নিহত হওয়ার ঘটনা স্বীকার করতে বাধ্য হয়।

পরে জানা যায়, সৌদি রাজপরিবারের সমালোচক এ সাংবাদিকে কনস্যুলেটের মধ্যেই হত্যা করা হয়। ধারণা করা হয়, সৌদি যুবরাজের নির্দেশে তার ঘনিষ্ঠ ব্যক্তিরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

সুত্রঃ যুগান্তর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে