ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

মাশরাফি হয়তো একটা ম্যাচ খেলতে পারবে না: পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৩ ০০:১৫:০৭
মাশরাফি হয়তো একটা ম্যাচ খেলতে পারবে না: পাপন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের প্রথম টেস্ট চলছে। এরপর আগামী ৯ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি। জাতীয় নির্বাচনে অংশ নেয়ায় মাশরাফির খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ ব্যাপারে মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমার সঙ্গে মাশরাফির কথা হয়েছে। সে বলেছে খেলবে। তার কাছে এখনও ক্রিকেটই আগে। হয়তো একটা ম্যাচ সে খেলতে পারবে না।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হয়েছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথম দিনে মুমিনুল হক সৌরভের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩১৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্ট শেষে আগামী ৩০ নভেম্বর ঢাকায় শুরু হবে সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। এরপর ৯ ডিসেম্বর ঢাকায় প্রথম ওয়ানডে। এরপর ১১ ডিসেম্বর ঢাকায় এবং ১৪ ডিসেম্বর সিলেটে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ হবে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ