ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ঐক্যফ্রন্টের লক্ষ্য ও উদ্দেশ্য কী

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২২ ২৩:০৭:৪৬
ঐক্যফ্রন্টের লক্ষ্য ও উদ্দেশ্য কী

তিনি বলেন, ড. কামালের নেতৃত্বে যে ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে তাদের নেতা কে? লক্ষ্য ও উদ্দেশ্য কী? তা কেউ জানে না। যদি জনগণের ভোটে তারা নির্বাচিত হন তাহলে প্রধানমন্ত্রী কে হবেন? জনগণকে তারা তা জানায়নি। সাংবাদিকরাও এ প্রশ্ন করেছিলেন কিন্তু তারা উত্তর এড়িয়ে গেছেন।

বর্তমান সরকার ব্যপক সফলতা কথা উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকার প্রতিটি সেক্টরে ব্যপক সফলতা দেখিয়ে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। পাকিস্তান বা আমাদের শত্রুরা পর্যন্ত বাংলাদেশের উন্নতির পক্ষে স্বীকারোক্তি দিয়েছে। আর দেশের ঠিক এমন সময়ে উন্নতিকে বাধাগ্রস্ত করতে ঐক্যফ্রন্ট গঠন হয়েছে।

ড. কামাল হোসেন মুক্তিযুদ্ধের বিপক্ষের সঙ্গে শক্তির হয়ে জোট করেছেন জানিয়ে মাহবুব-উল আলম হানিফ বলেন, ড. কামাল হোসেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে যুদ্ধাপরাধীদের সঙ্গে জোট করেছে। (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন) তারেক রহমান বলেছিলেন, বিএনপি-জামায়াত একই মায়ের পেটের ভাই। আর তাদের সঙ্গে জোট করে মিথ্যাচার করছেন ড. কামাল। আপনি (ড. কামাল) কিসের লোভে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন? আমরা আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু জনগণের বিরুদ্ধে কৌশলী হলে সেটা কেউ বরদাশত করবে না।

সভায় আরও উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি মো. রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।

সুত্রঃ বাংলা ট্রিবিউনে

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে