ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

এইমাত্র পাওয়াঃপ্রকাশিত হল বিপিএলের ৭ দলের অধিনায়কের তালিকা দেখেনিন একনজর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২২ ২১:১৭:৪৬
এইমাত্র পাওয়াঃপ্রকাশিত হল বিপিএলের ৭ দলের অধিনায়কের তালিকা দেখেনিন একনজর

গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। প্রধান কোচ টম মুডি এবং মাশরাফি বিন মুর্তজা- যার মধ্যে চারবার শিরোপা তুলেছেন তিনি নিজের হাতে। এবার রংপুর রাইডার্স এর অধিনায়কত্ব করবেন মাশরাফি বিন মুর্তজা।

চিটাগাং ভাইকিংসের অধিনায়কত্ব দায়িত্ব পেতে পারেন বাংলাদেশ জাতীয় দলে উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে এছাড়াও চিটাগাং ভাইকিংসের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন নিউজিল্যান্ডের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান লুক রনকি।

গতবছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সে অধিনায়ক ছিলেন ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। তাই এবারের মৌসুমে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবে তামিম।

ইনজুরির কারণে এখনও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে অনিশ্চিত সাকিব আল হাসানের খেলা। তাই সাকিব আল হাসান না থাকলে ঢাকা ডায়নামাইটসের অধিনায়কত্বের দায়িত্ব পেতে পারেন উইন্ডিজের অল রাউন্ডার কারইন পোলার্ড, সুনীল নারাইন অথবা এন্ড রাসেলের হাতে।

গত মৌসুমের খুলনা টাইটান্স এ অধিনায়কত্ব দায়িত্ব পালন করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাই এবারের মৌসুমেও খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ। রাজশাহী কিংস এর আইকন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান হলেও অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন না তিনি।

রাজশাহী কিংসের অধিনায়ক হতে পারেন মমিনুল হক অথবা সৌম্য সরকার। গত মৌসুমে সিলেট সিক্সার্স এর অধিনায়ক ছিলেন নাসির হোসেন। তবে এবারের মৌসুমে হয়তো নাসিরের কে সরিয়ে অধিনায়ক করা হতে পারে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে, তথ্যসূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট।

বিপিএলে ষষ্ঠ আসরে এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি চিটাগাং ভাইকিংস এর প্রধান কোচ। তবে বাকি ছয় দল তাদের প্রধান কোচের নাম প্রকাশ করেছে। এদের মধ্যে রয়েছে দুই জন বাংলাদেশী এবং চারজন বিদেশী কোচ। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ মোহাম্মদ সালাউদ্দিন। ঢাকা ডায়নামাইটস এ প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।

খুলনা টাইটান্স এ প্রধান কোচের দায়িত্ব পালন করবেন শ্রীলংকার কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। রাজশাহী কিংস এর প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ল্যান্স ক্লুজনার।

রংপুর রাইডার্সে এবারের মৌসুমে ও প্রধান কোচের দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ান টম মুডি। এবং সিলেট সিক্সার্স এ প্রধান কোচের দায়িত্ব পালন করবেন পাকিস্তানি কিংবদন্তি পেস বোলার ওয়াকার ইউনুস।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ