কোহলিকে টপকে মুমিনুল ছুঁলেন তামিমকে

‘টেস্ট বিশেষজ্ঞ’ তকমা পেলেও মুমিনুলের সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। আজকের ইনিংসের কথাই ধরুন। প্রথম ওভারেই সৌম্য সরকারকে হারিয়ে দল বিপদে। এখান থেকে মুমিনুল দলকে টেনে তুলেছেন নিরাপদ পথে। না, ধ্যানমগ্ন ঋষির মতো ধৈর্য নিয়ে ইনিংসটি তিনি খেলেননি। ধৈর্য তো ছিলই, এর সঙ্গে বাজে বল পেলেই সেটিকে সীমানায় পাঠিয়েছেন। সেঞ্চুরিটা এসেছে ১৩৫ বলে, যেখানে ফিফটি তুলতে খেলেছেন মাত্র ৬৯ বল! হ্যাঁ, ৯ চার আর ১ ছক্কায় মুমিনুলই খেলেছেন এমন দ্যুতিময় স্ট্রোক সমৃদ্ধ ইনিংস। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের সঙ্গে মুমিনুলের নিশ্চয়ই আত্মারই এক সম্পর্ক আছে।
এই ‘আত্মার’র সম্পর্কটা তো আছেই। টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে আট নম্বর সেঞ্চুরি তুলে নিলেন মুমিনুল। তাঁর এই আট সেঞ্চুরির মধ্যে ছয়টিই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে! বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানেরই এক মাঠে এতগুলো টেস্ট সেঞ্চুরি নেই। ক্রিকেটের ‘রোমান্টিক’ সমর্থকেরা ভাবতে পারেন, মুমিনুল একদিন এই পথে মাহেলা জয়াবর্ধনেকেও ছাপিয়ে যাবেন। টেস্ট ক্রিকেটে এক মাঠে (সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ড) সর্বোচ্চ ১১ সেঞ্চুরির রেকর্ডটি এখনো লঙ্কান কিংবদন্তির দখলে।
মুমিনুল সেই রেকর্ডের খাতায় দাঁড়ালেন চার সাবেকের পাশে—গ্রাহাম গুচ (লর্ডস), রিকি পন্টিং (অ্যাডিলেড ও সিডনি), ম্যাথু হেইডেন (মেলবোর্ন) আর মাইকেল ভন (লর্ডস)। নামগুলো খেয়াল করেছেন? এক মাঠে সর্বোচ্চ ছয়টি করে সেঞ্চুরি করেছেন তাঁরা। আর তাঁদের পাশে বসতে গিয়ে মুমিনুল পেছনে ফেললেন শচীন টেন্ডুলকার, জ্যাক হবস, হাবার্ট সাটক্লিফ, গ্যারফিল্ড সোবার্স, সুনীল গাভাষ্কারদের মতো কিংবদন্তিদের। নির্দিষ্ট একটি মাঠে তাঁদের সেঞ্চুরিসংখ্যা সর্বোচ্চ পাঁচটি।
এ তো গেল এক মাঠে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডের কথা। বছরটাও কিন্তু মুমিনুলের জন্য পয়া। সেটি এমনই যে স্বয়ং বিরাট কোহলিও মুমিনুলের পেছনে! বাকিরা যেখানে সর্বোচ্চ দুটি করে সেঞ্চুরি পেয়েছেন সেখানে শুধু কোহলি আর মুমিনুলই এ বছর চারটি করে সেঞ্চুরির দেখা পেলেন। আর এই পথে মুমিনুল বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যানটিকে পেছনে ফেলেছেন ইনিংসের হিসেবে। ২০১৮ সালে এ পর্যন্ত চারটি সেঞ্চুরি করতে কোহলি খেলেছেন ১৮টি ইনিংস। মুমিনুল (১৩ ইনিংস) তাঁর চেয়ে ৫ ইনিংস কম খেলেই চার সেঞ্চুরির দেখা পেলেন। ভারতীয় অধিনায়ককে (৫৮.৭৯) স্ট্রাইকরেটেও পেছনে ফেলেছেন মুমিনুল (৬৬.৫৫)।
টেস্টে মুমিনুলের অভিষেক ২০১৩ সালে। অর্থাৎ গত পাঁচ বছরে মুমিনুল যেখানে মাত্র ৪ সেঞ্চুরি পেয়েছেন সেখানে শুধু এ বছরেই তুলে নিলেন আরও ৪টি সেঞ্চুরি। যার শুরুটাও ছিল এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে—গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন দুই ইনিংসেই। এরপর গত মাসে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬১ রানের সেই ইনিংসটি। ‘ডাবল’ তুলে নিতে না পারায় যে ইনিংসটি নিয়ে তাঁর আক্ষেপ হওয়ার কথা। ‘পয়া’ জহুর আহমেদে মিরপুরের সেই আক্ষেপ ঘোচানোর সুযাগটা ছিলই। কিন্তু সেটি হারিয়ে ফেলে আক্ষেপটা আরও বাড়িয়েছেন। দুর্দান্ত এই ইনিংসটির শেষটা বেশ দুর্বল। ১২০ রানে ইনিংসটি থামল উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। ব্যাট আর প্যাডের মাঝখানে যে বিরাট গ্যাপটা রেখে শ্যানন গ্যাব্রিয়লের বলটা যেভাবে খেললেন সেটি দেখে নিজের ওপরই রাগ হতে পারে মুমিনুলের।তবে একটি ব্যাপার এখন সবারই জানা। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি এখন তামিমের সঙ্গে মুমিনুলেরও। সতীর্থকে ধরতে মুমিনুল এই পথে কোহলির পাশে বসেছেন, আবার পেছনেও ফেলেছেন। ভ্রুকুটির কিছু নেই। সতীর্থকে ধরতে কখনো কখনো বিশ্বসেরা ব্যাটসম্যানদেরও পেছনে ফেলতে হয়!
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- আইপিএলে তাসকিনকে দলে নিবে কি না জানিয়ে দিলো লখনৌ
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৩ মার্চ ২০২৫)
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- দ্য হান্ড্রেডে বাংলাদেশের ২৯ ক্রিকেটার শেষ হলো নিলাম
- শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে স্বীকারোক্তি
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট জানা গেল সত্যতা
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি
- ৭৫ লাখ রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ
- অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য সুখবর
- লারার রেকর্ড ভেঙে টেস্টে ৪০৪ রানের ইনিংস খেললেন বাংলাদেশের মুস্তাকিম
- আওয়ামী লীগের পতনের কারণ