ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট দল ঘোষণা দেখেনিন স্কোয়াড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২২ ১৭:৫৬:২০
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট দল ঘোষণা দেখেনিন স্কোয়াড

এখনো টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়নি ভারত ও অস্ট্রেলিয়ার। তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটি শেষ হয়েছে বুধবার। এখনো দুইটি ম্যাচ বাকি। তার মধ্যেই টেস্ট নিয়ে ভাবনা শুরু করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাই তো টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার আগেই চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।

এবারে ভারতের বিপক্ষে টেস্ট দলে দুই নতুন মুখ। শেফিল্ড শিল্ডে দারুণ ফর্মে থাকা ব্যাটসম্যান মার্কাস হ্যারিস দলে ডাক পেয়েছেন। শেফিল্ড শিল্ডের ২০১৮-১৯ মৌসুমে ৪৩৭ রান করেছেন এই ব্যাটসম্যান। যার কারণে তাকে নেওয়ার ব্যাপারে ভাবতে হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নির্বাচকদের। এই ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া নির্বাচক ট্রেভর হন্স জানান,

“ভিক্টোরিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে দারুণ খেলেছে হ্যারিস। তার পারফরম্যান্সই তাকে দলে নিতে বাধ্য করেছে। শেফিল্ড শিল্ডের ফাইনাল সহ বেশ কয়েকটি ম্যাচে চাপের মুখে অসাধারণ খেলেছে হ্যারিস।”

হ্যারিস ছাড়াও টেস্ট দলে আরেক নতুন মুখ পেসার ক্রিস ট্রিমেইন। শেফিল্ড শিল্ডে এই সিজনে উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন এই বোলার। পেস অ্যাটাকে ট্রিমেইনের সঙ্গে রয়েছেন স্টার্ক, কামিন্স, সিডল, হ্যাজলউডের মতো বোলাররা।

এছাড়াও টেস্ট দলে ফিরেছেন পিটার হ্যান্ডসকম। পাকিস্তানের বিপক্ষে টেস্টে না থাকলেও ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টের দলে ডাক পেয়েছেন এই ব্যাটসম্যান। সংযুক্ত আরব আমিরাতের টার্নিং উইকেটে ভালো করায় দলে জায়গা ধরে রেখেছেন বাঁহাতি ব্যাটসম্যান উসমান খাওয়াজা।

অস্ট্রেলিয়া দলঃ টিম পেইন-(অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম, মার্কাস হ্যারিস, জস হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমানা খাওয়াজা, নাথান লায়ন, মিচেল মার্শ, শন মার্শ, পিটার সিডেল, মিচেল স্টার্ক, ক্রিস ট্রিমেইন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ