ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

অভিনব অর্জনে কোহলিকে পেছনে ফেললেন মমিনুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২২ ১৭:১৬:৫৭
অভিনব অর্জনে কোহলিকে পেছনে ফেললেন মমিনুল

জহুর আহমেদ স্টেডিয়ামে টেস্ট হলেই সেঞ্চুরির দেখা পান মুমিনুল হক। কক্সবাজারের ক্রিকেটার এটাইকে নিজের হোম ভেন্যু ভাবতেই পারেন। টেস্ট ক্যারিয়ারের ৮টি সেঞ্চুরির মধ্যে ৬টি’ই এসেছে এই চট্টগ্রামে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন মুমিনুল। ঐ টেস্টের পর উইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে আবারো সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।

এই সেঞ্চুরি দিয়ে এখন পর্যন্ত মোট ৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন মাত্র ১৩ ইনিংসে! যেই রেকর্ডে কি না পেছনে ফেলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলিকেও। এই বছরে মুমিনুলের মতই ৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি তবে এটি ১৮ ইনিংসে। যার কারণে ইনিংসের হিসেবে কোহলির চেয়ে এগিয়ে রয়েছেন মুমিনুল হক।

শুরু তাই নয় উইন্ডিজের বিপক্ষে এই সেঞ্চুরির মধ্য দিয়ে দেশের হয়ে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির হিসেবে তামিমের সঙ্গে ভাগ বসিয়েছেন মুমিনুল। ৫৬ টেস্টে তামিমের সেঞ্চুরির সংখ্যা ৮টি, সেখানে ৩২ টেস্টে মুমিনুলের সেঞ্চুরির সংখ্যাও ৮! ৬টি সেঞ্চুরি নিয়ে তার পরেই রয়েছেন মুশফিকুর রহিম।

এই বছর কোহলি ও মুমিনুল ছাড়া দুটো’র বেশি সেঞ্চুরি হাঁকাতে পারেননি কেউই। ৪ ইনিংসে দুইটি সেঞ্চুরি রয়েছে জিম্বাবুয়ের ব্রেন্ডল টেলরের। উসমান খাজাও হাঁকিয়েছেন দু’টো সেঞ্চুরি। এই তালিকার সেরা পাচে রয়েছেন উইন্ডিজ টেস্ট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটও।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ