ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

পর পর দুই উইকেট হারিয়ে টাইগাররা, দেখুন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২২ ১৪:৪৯:২২
পর পর দুই উইকেট হারিয়ে টাইগাররা, দেখুন সর্বশেষ স্কোর

দেবেন্দ্র বিশুর লেগ-স্পিন লেগ সাইডে হাঁকাতে গিয়ে ইনিংসের ৪৩তম ওভারে মিস টাইমিংয়ে বল আকাশে তুলে দিলে উইকেটরক্ষক ডওরিচের তালুবন্দী হয়ে শেষ হয় তার ইনিংস। ৫০ বলে ২০ রানে মিঠুনের বিদায়ে ৪৮ রানের তৃতীয় উইকেট ভাঙ্গার পাশাপাশি দলীয় ১৫৩ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা।

তার বিদায়ে ক্রিজে মুমিনুলের সাথে যোগ দেন ইঞ্জুরি কাটিয়ে দলে ফেরা সাকিব আল হাসান। শুরু থেকে তার যোগ্য সঙ্গতে নিজের ব্যক্তিগত সংগ্রহকে বড় করে নেওয়ার পাশাপাশি স্কোরবোর্ডে দলের রান বাড়াতে থাকেন মুমিনুল। প্রতিপক্ষ শিবিরের বোলারদের সাবলীলভাবে খেলার পুরস্কারটাও পেয়ে যান তিনি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজের ষষ্ঠ অর্ধশতককে শতকে পরিণত করে নাম লেখান রেকর্ডবুকে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে তামিম ইকবালের করা সবচেয়ে বেশি শতকের রেকর্ডে ভাগ বসান এ ক্রিকেটার। ১০ চার ও ১ ছক্কায় ক্যারিয়ারের অষ্টম শতক পূর্ণের মধ্য দিয়ে তামিমের সাথে যৌথভাবে নিজের নাম তুলে আনেন এ তালিকার শীর্ষে।

এরপর ম্যাচের বাকিটা সময় অতিথি বোলারদের মাথা ঠাণ্ডা রেখে মোকাবেলা করে দ্বিতীয় সেশনের খেলা শেষ করেন সাকিব ও মুমিনুল। দ্বিতীয় সেশনের খেলা শেষে সাকিব ২৭ ও মুমিনুল ১১৬ রানে অপরাজিত আছেন।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২২৬ রান। চা বিরতির পর মুমিনুল ৪ রান যোগ করে ১২০ করে আউট হন। সাকিব ২৭ এবং মুশফিক ৪ রান করে ব্যাট করছেন

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ