ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

সেঞ্চুরির পথে মুমিনুল,দেখুন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২২ ১৩:৩৩:০৪
সেঞ্চুরির পথে মুমিনুল,দেখুন সর্বশেষ স্কোর

তিন নম্বরে নেমে প্রথম বলটাই ব্যাটের ভেতরের কানায় লাগে মুমিনুলের। তবে রান পান একটি। সেই প্রথম বলের পর খুব একটা বেগ পেতে হয়নি বাঁহাতি এ টপঅর্ডারের। উইকেটের চারপাশে স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে তুলে নেন ক্যারিয়ারের ১৩তম ফিফটি। মাত্র ৬৯ বলে সাত চারের মারে নিজের পঞ্চাশ পূরণ করেন তিনি।

সাগরিকায় আগের পাঁচ ফিফটিকেই শতকে রূপান্তর করেছেন বাঁহাতি টপঅর্ডার মুমিনুল। ষষ্ঠবারের মতো এই ভেন্যুতে পঞ্চাশ পেরুলেন। এটিকে ষষ্ঠ সেঞ্চুরিতে রূপ দিতে পারবেন কি-না তা সময়ই বলে দেবে। মুমিনুলকে সঙ্গ দিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে শতরানের জুটি গড়লেও, মধ্যাহ্ন বিরতির ঠিক আগের ওভারে আউট হয়ে যান ইমরুল।

নিজের পুরো ইনিংসে শুরু থেকেই ছন্দ খুজে পাচ্ছিলেন না ইমরুল। ইনিংসের পঞ্চম ওভারে ব্যক্তিগত ৩ রানের মাথায় স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি। ইনিংসের ১৩তম ওভারে তাকে বাঁচিয়ে দেন উইন্ডিজ স্পিনার জোমেল ওয়ারিকান।

আক্রমণে এসে নিজের প্রথম ওভারেই ইমরুলকে স্কয়ার লেগ ফিল্ডারের হাতে ক্যাচ বানিয়েছিলেন ওয়ারিকান। কিন্তু নিজে ওভারস্টেপিং করায়, নো বলের কল্যাণে বেঁচে যান বাংলাদেশের বাঁহাতি ওপেনার। তবে বেশিক্ষণ থাকা হয়নি ইমরুলের।

মধ্যাহ্ন বিরতির ঠিক আগের ওভারে সেই ওয়ারিকানের বোলিংয়ে শর্ট লেগে দাঁড়ানো সুনিল অ্যামব্রিসের হাতে ক্যাচ তুলে দেন ইমরুল। পাঁচ চারের মারে ৮৭ বল খেলে ৪৪ রান করেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৫১ রান। মুমিনুল১০২ ও মিঠুন ২০ রান করে ব্যাট করছেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ