ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

খেলা শুরুর আগে উইন্ডিজ অধিনায়কের ভাবনা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২২ ০৯:৩১:০৬
খেলা শুরুর আগে উইন্ডিজ অধিনায়কের ভাবনা

বৃহস্পতিবার চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। টেস্টের আগের দিন ব্র্যাথওয়েট বলেন, “আমরা আগের সিরিজ নিয়ে ভাবছি না। পিচ অবশ্যই অন্যরকম হবে। তবে আমরা পেস বোলিং নিয়ে পরিকল্পনা করি আর স্পিন নিয়ে- কাজটা ভালোভাবে করতে হবে আমাদের। আমি পিচ দেখেছি। আমরা যেমনটা আশা করেছিলাম, কিছুটা ড্রাই। হয়তো প্রথম ঘন্টায় মুভমেন্ট পাওয়া যাবে। আমি মনে করি বাংলাদেশের স্বাভাবিক উইকেট।”

বাংলাদেশের মাটিতেও পরিসংখ্যান উইন্ডিজের পক্ষেই। এর আগের ছয় টেস্টের পাঁচটিতেই জয় পেয়েছে উইন্ডিজ। অন্য টেস্ট হয়েছে ড্র। তবে উইন্ডিজ অধিনায়ক মনে করেন এবার কাজটা হবে আরো চ্যালেঞ্জিং। তিনি বলেন, “আমি মনে করি এবার অন্যরকম হবে। আমরা এখানে অনেক ম্যাচ জিতেছি কিন্তু এবার দলটা খুব শক্তিশালী। বিশেষ করে স্পিনাররা বাংলাদেশের জন্য দারুণ কাজ করচে। আমি মনে করি কাজটা আগের মত হবে না, সম্ভবত আরও চ্যালেঞ্জিং হবে।”

সুশৃঙ্খল বোলিং চান উইন্ডিজ অধিনায়ক। তিনি বলেন, “আমাদের শুধু স্পিনার এবং পেসারদের বিপক্ষে যে পরিকল্পনা তাতে অবিচল থাকতে হবে। বোলিংয়ের সময় আমাদের সুশৃঙ্খল থাকতে হবে। তাদের ব্যাটসম্যানরাও বিপজ্জনক এখানে। তবে আমরা এটার জন্য প্রস্তুত। যদিও কাজটা সহজ হবে না।”

কিছুদিন আগেই ভারতে খেলে এসেছে উইন্ডিজরা। বাংলাদেশে এসে খেলেছে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। মানিয়ে নিতে এগুলো সহায়ক হবে বলে মনে করেন তিনি। বাংলাদেশের কন্ডিশন অনেকটা ভারতের মতোই বলে মনে করেন তিনি। পেসার জেসন হোল্ডারকে পাচ্ছে না উইন্ডিজরা। তবে তার অভাব অন্যরা পুষিয়ে দিতে পারবে বলে বিশ্বাস তার।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ