ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

টস জিতে যে সিদ্ধান্ত নিলো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২২ ০৯:১৪:২৩
টস জিতে যে সিদ্ধান্ত নিলো বাংলাদেশ

এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে ছয়টি টেস্ট খেলেছে উইন্ডিজ। এর মধ্যে পাঁচ টেস্টেই জিতেছে উইন্ডিজ। অন্য একটি টেস্ট হয়েছে ড্র।

গত টেস্টের একাদশ থেকে তিনটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। স্কোয়াডেই জায়গা হয়নি লিটন কুমার দাসের। বাদ পড়েছেন খালেদ আহমেদ এবং আরিফুল হক। তাদের পরিবর্তে একাদশে রয়েছেন সৌম্য সরকার, সাকিব আল হাসান ও নাঈম হাসান।

এবারের জাতীয় ক্রিকেট লিগে দারুণ ছন্দে থাকা সৌম্য সরকার প্রায় এক বছর পর ফিরেছেন টেস্টে। জাতীয় ক্রিকেট লিগে ৮ ইনিংসে ৪৭১ রান করেন সৌম্য সরকার। হাঁকান একটি শতক ও চারটি অর্ধশতক। ওপেনিংয়েইমরুল কায়েসের সঙ্গী তিনি।

এ ম্যাচ দিয়ে আবারো মাঠে ফিরছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় মেয়াদে অধিনায়কত্ব পাওয়ার পর ঘরের মাঠে এটিই সাকিব আল হাসানের প্রথম টেস্ট।

জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। সেই চোটের কারণে বাইরে ছিলেন কিছুদিন। এরপর জুলাইয়ে উইন্ডিজ সিরিজে এবং সেপ্টেম্বরের এশিয়া কাপে ব্যথানাশক ইঞ্জেকশন খেলেছিলেন তিনি। কিন্তু আঙুলের অবস্থা অবনতির দিকে গেলে এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরে এসেছিলেন তিনি। খেলেননি দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ। প্রায় দুই মাস পর ক্রিকেটে ফিরলেন এ অলরাউন্ডার।

বাংলাদেশ একাদশঃ ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও নাঈম হাসান।

উইন্ডিজ একাদশঃ ক্রেইগ ব্র্যাথওয়েট, দেবেন্দ্র বিশু, কায়রন পাওয়েল, রোস্টন চেজ, সাই হোপ, শেন ডাউরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমেয়ার, জোমেল ওয়ারিক্যান, কেমার রোচ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ