ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

যে ভয়ংকর বিপদের সমনে টাইগাররা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২২ ০৮:৩৫:২২
যে ভয়ংকর বিপদের সমনে টাইগাররা

২০১৮ সালের পরিসংখ্যান ঘাঁটলে যা অনেকটাই স্পষ্ট। এমন সব বলে সবচেয়ে বেশি আউট হয়েছেন টাইগারদের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আটবার নিজের উইকেট দিয়ে এসেছেন অফ স্ট্যাম্পের বাইরের বলে।

যদিও ২০১৮ সালে অফ স্ট্যাম্পের বাইরের সবচেয়ে বেশি ১৮৭ বল মোকাবেলাও করেছেন তিনি, এসব বলে রানও নিয়েছেন ৯৬। এছাড়া অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল এবং সাকিব আল হাসান ২০১৮ সালে মোকাবেলা করা অফ স্ট্যাম্পের বাইরে পিচ করা বলে আউট হয়েছেন চারবার।

লিটন দাস, নুরুল হাসান সোহান এবং মাহমুদুল্লাহ রিয়াদও এসব বলে তাঁদের উইকেট বিলিয়েছেন চারবার করে। বাংলাদেশের টেস্টের অন্যতম অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান মমিনুল হক এই বলগুলোতে আউট হয়েছেন তিনবার।

এছাড়া আরিফুল হক দুইবার এবং নাজমুল হোসেন শান্ত একবার নিজেদের উইকেট দিয়েছেন অফ স্ট্যাম্পের বাইরের বলে। ২০১৮ সালে এই বলগুলোতে সবচেয়ে সফল ইমরুল কায়েস এবং মোহাম্মদ মিঠুন।

দুইজনই প্রতিপক্ষের বোলারদের এই ফাঁদে পা দেননি একবারও। নিজেদের মাঠে জুলাইয়ে এমন সব বল করেই টাইগার ব্যাটসম্যানদের কুপোকাত করেছিলেন উইন্ডিজ বোলাররা। তাই এবার ঘরের মাঠে এসব বলে টাইগার ব্যাটসম্যানদের কিছুটা হলেও সতর্ক হওয়া জরুরী।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ