ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

আইসিসির চমক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২২ ০৮:১৯:৫২
আইসিসির চমক

গুগোলের সাথে চুক্তির আওতায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জ উইন্ডিজে চলমান নারী টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে গুগোল আইসিসিকে দেবে বিশেষ সুবিধা, যার সহায়তায় অনেক দর্শক সহজেই ইন্টারনেটের মাধ্যমে খেলাগুলো দেখতে পারবেন।

এ প্রসঙ্গে জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন বলেন, ‘ক্রিকেটের জন্য গুগোলের পক্ষ থেকে এটি দারুণ সহযোগিতা। আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ আসরে উইন্ডিজে গুগোলকে আমি স্বাগত জানাতে চাই। সমর্থকদের সাথে যুক্ত হয়ে বিশ্বের আরও দর্শককে ক্রিকেট উপভোগের সুযোগ দেওয়ার ব্যাপারটি বেশ তাৎপর্যপূর্ণ এবং গুগোলের সাথে আমাদের পথচলা সেই সুযোগটি করে দিয়েছে।’

রিচার্ডসন আরও বলেন, ‘ক্রিকেট এমন একটি খেলা যা সবসময় ঐতিহ্য ধারণ করেই টিকে ছিল। তবে এটা সত্যি যে ক্রিকেটের উন্নতি ঘটাতে মাঠ এবং মাঠের বাইরে প্রযুক্তির ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ এবং দর্শকদের সুবিধার জন্য আমাদের এমন কিছু করা উচিত ছিল। এখন থেকে দর্শকরা আইসিসির অ্যাপ নামিয়েই সরাসরি ক্রিকেট ম্যাচ দেখতে পারবেন যা ঘটতে চলেছে প্রথমবারের মত এবং এটি আমাদের জন্য দারুণ খবর।’

এতদিন আইসিসির অন্তর্গত কোনো ইভেন্ট ইন্টারনেট ব্যবহার করে সরাসরি দেখার সুবিধা পেতেন না দর্শকরা। বিভিন্ন জনপ্রিয় ক্রীড়া ইভেন্ট মোবাইল অ্যাপ বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দর্শক-সমর্থকদের কাছে সম্প্রচার করা হলেও ক্রিকেটের ক্ষেত্রে টেলিভিশনের পর্দাই ছিল একমাত্র মাধ্যম। বাংলাদেশ সহ কয়েকটি দেশে অনলাইনে খেলা দেখার সুযোগ থাকলেও সেখানে আইসিসির কোনো সম্পৃক্ততা ছিল না। এবার নিজেদের ইভেন্টে কাজ করার মাধ্যমেই ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ার এই গুরুত্বপূর্ণ কাজ শুরু করছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ