আসন বণ্টন নিয়ে ভয়ে জাপা নির্ভার যুক্তফ্রন্ট
সম্প্রতি এক সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মহাজোট শরিকদের ৬৫ থেকে ৭০টি আসন দেয়া হতে পারে। এক্ষেত্রে জোটের শরিক দলগুলোর যোগ্য প্রার্থী থাকলে আওয়ামী লীগ নিজ দলের প্রার্থীদের মনোনয়ন দেবে না।’
এদিকে ভোটের সময় ঘনিয়ে আসায় মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি ও সদ্য ১৪ দলে যোগ দেয়া যুক্তফ্রন্ট এখন যোগ্য প্রার্থীর তালিকা তৈরিতে ব্যস্ত। কারণ ১৪ দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পার্টি ও যুক্তফ্রন্টকে যোগ্য প্রার্থী মনোনয়ন দেয়ার অনুরোধ জানান।
মহাজোটের সবচেয়ে বড় শরিক দল জাতীয় পার্টি (জাপা) নিজেদের অবস্থান এখনও স্পষ্ট করেনি। আওয়ামী লীগ শরিকদের ৬৫-৭০ আসন দেয়ার এমন সিদ্ধান্ত জানানোর পর এ প্রসঙ্গে জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ব্রেকিংনিউজকে বলেন, ‘মহাজোটের সঙ্গে সম্পর্ক রক্ষার্থে এখন কিছু বলতে পারছি না। আওয়ামী লীগের সঙ্গে আমরা বৈঠকে বসে কথা বলবো। আশা করি আলোচনার মাধ্যমেই আসন বণ্টন চূড়ান্ত হবে।’
তবে মহাজোটের সঙ্গে সম্পর্ক অটুট রাখার কথাও জানান তিনি। বলেন, ‘অনেক কৌশলে আমাকে কথা বলতে হচ্ছে। আমরা সম্পর্ক রক্ষা করে চলতে চাই।’
তিনি আরও বলেন, ‘আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্তভাবে আলোচনা হয়নি। তাদের সাথে (আওয়ামী লীগ) যখন বসব, তখন এ বিষয়ে আলোচনা করব। আমরা আমাদের দিকটা তুলে ধরব। যারা যোগ্য ব্যক্তি রয়েছেন, তাদের কথা অবশ্যই তুলে ধরব। তারা যেন মনোনয়ন পায় এ বিষয়ে প্রস্তাব রাখব।’
এদিকে নির্বাচনী ক্যাম্পেইনের শুরুতে ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রচার চালায় জাতীয় পার্টি (জাপা)। জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যে এমনটিই জানিয়েছেন। তবে বিএনপি ও ঐক্যফ্রন্ট নির্বাচনে আসার পর জাপা মহাজোটের অন্তর্ভুক্ত হয়ে নির্বাচন করার বিষয়টি একরকম স্থির করে ফেলে বলে দলীয় সূত্র জানায়।
ক’দিন আগেই এক সভায় এরশাদ জানান, মহাজোটে যেতে তাঁর দল ১০০ আসন চাইবে। যেখানে তারা ৭০টির মতো আসন পেতে পারেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তবে মহাজোটের শরিকদের জন্য ৬৫-৭০ টি আসন বরাদ্দ থাকলে সেখানে জাতীয় পার্টির ভাগে কতটি পড়বে তা নিয়েই এখন প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু ব্রেকিংনিউজকে বলেন, ‘মহাজোটে কত আসন চাইব, তা নিয়ে আমাদের আলোচনা চলছে। প্রার্থী তালিকা চূড়ান্ত করার পর প্রকাশ করা হবে। তবে নির্বাচনে জয় নিশ্চিত করতে পারবেন এমন প্রার্থীদের তালিকাই আমরা তৈরি করছি।’
২৫ জনের তালিকা প্রস্তুত যুক্তফ্রন্টের: যুক্তফ্রন্টের সবচেয়ে বড় শরিক দল বি.চৌধুরীর বিকল্পধারা। চলতি সপ্তাহে পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের বলেছেন, ‘মহাজোটে অংশগ্রহণ করা নিয়ে আর কোনও লুকোচুরি নেই আমাদের। এখন আমরা আসন বণ্টন নিয়ে আলোচনায় বসবো।’
তবে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাহি বি.চৌধুরী গত সোমবার নিজ বাসভবনে সাংবাদিকদের বলেন, ‘মহাজোটের সঙ্গে ঐক্য নিয়ে আমাদের আলোচনা চলছে। অতি শিগগিরই মহাজোটের সঙ্গে বৈঠকে বসবো। তখন সম্ভাব্য জয় ছিনিয়ে আনতে পারবেনএমন প্রার্থী তালিকা নিয়ে আমরা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবো।’
এসময় তিনি ধারণা দিয়ে বলেন, ‘জয়ী হবেন এমন ১৫ থেকে ২৫ জনের তালিকা তৈরি করা হচ্ছে। যা মহাজোটের সঙ্গে বৈঠকে বসলে জানানো হবে।’
বিকল্পধারার সভাপতিমণ্ডলীর দুই সদস্য নাম প্রকাশ না করার শর্তে ব্রেকিংনিউজকে জানান, বিকল্পধারা ইতোমধ্যে ২৫ জন সম্ভাব্য জয়ী প্রার্থীর তালিকা তৈরি করেছে। তাদের একজন জানান, ২৫ জন প্রার্থী থেকে কমপক্ষে ১৫ জনের মনোনয়ন পেতে দর কষাকষি করবে যুক্তফ্রন্ট। কিন্তু সেই দর কষাকষিতে আওয়ামী লীগ কয়টি আসন ছাড়বে সেটিই এখন দেখার।
অন্যদিকে প্রতীক নিয়েও থাকছে জটিলতা। বিকল্পধারা কি তাদের দলীয় প্রতীক ‘কুলা’ নিয়েই ভোটে আসবে নাকি জোটের স্বার্থে নৌকা প্রতীক নেবে এ নিয়েও চলছে বিচার-বিশ্লেষণ। নাম প্রকাশ না করার শর্তে বিকল্পধারার এক শীর্ষ নেতা ব্রেকিংনিউজকে বলেছেন, ‘প্রতীক কুলার পরিবর্তে নৌকাও হতে পারে।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বোর্ড মিটিং শেষ, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা
- ব্রেকিং নিউজ: বাংলাদেশে নেমে এলো শোকের কালো ছায়া, ৪৯৭ জন নি*হ*ত, আ*হ*ত ৭৪৭
- আজ ১৮/১২/২০২৪ তারিখ, দেখেনিন আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- ওয়েস্ট ইন্ডিজকে ৩-০তে উড়িয়ে দিয়ে আইসিসি রেটিংয়ে বড় লাফ বাংলাদেশের, দেখেনিন সর্বশেষ তালিকা
- ঢাকার অবস্থা ভ*য়া*ব*হ খারাপ
- সৌদি রিয়াল রেটের বিশাল লাফ, দেখেনিন আজকের রেট কত
- অবশেষে দুই দিন পর বাড়লো সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত
- এইমাত্র পাওয়া: খুলে গেল চোখ মুস্তাফিজকে দলে নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে চেন্নাই সুপার কিংস
- ব্রেকিং নিউজ: নি*হত ৮৫৮ জন, আ*হত ১১ হাজার ৫৫১ জন
- সৌদি রিয়াল রেটের বিশাল লাফ, দেখেনিন আজকের রেট কত
- ব্রেকিং নিউজ: হেলিকপ্টার দু*র্ঘ*ট*না*য় ভারতের সেনা প্রধান নি*হ*ত
- সব জল্পনা কল্পনার অবসান, ঘোষাণা দিয়ে দিলেন মুস্তাফিজ
- এইমাত্র পাওয়া: বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধ করলো ভারত
- চট্টগ্রামের পরিস্থিতি থমথমে: ব্যাপক সং*ঘ*র্ষ, ১৫ জন আ*হ*ত
- কমলো সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত