ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

এক নজরে দেখে নিন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট পরিসংখ্যান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২১ ২৩:৪৯:৪৮
এক নজরে দেখে নিন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট পরিসংখ্যান

দুই দলের মুখোমুখি লড়াই :

এখন পর্যন্ত ১৪ টি টেস্ট ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। যেখানে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ২টি তে এবং হেরেছে ১০টিতে। ড্র হয়েছে ২ ম্যাচ।

সর্বোচ্চ দলীয় স্কোর :

ওয়েস্ট ইন্ডিজ ৬৪৮/৯ ইনিংস ঘোষণা, খুলনা ২০১২

বাংলাদেশ ৫৫৬, ঢাকা, ২০১২

সর্বনিন্ম দলীয় স্কোর :

বাংলাদেশ ৪৩, অ্যান্টিগা, ২০১৮

ওয়েস্ট ইন্ডিজ ১২৯, কিংসটন, ২০১৮

সবচেয়ে বড় জয় :

ওয়েস্ট ইন্ডিজ : ইনিংস ও ৩১০ রান, ঢাকা, ২০০২

বাংলাদেশ : রানের হিসেবে- ৯৫(২০০৯), উইকেটের হিসেবে- ৪ উইকেটে (২০০৯)

সর্বোচ্চ রান সংগ্রাহক :

ওয়েস্ট ইন্ডিজ : শিবনারায়ণ চন্দরপল ৮৯৭

বাংলাদেশ : তামিম ইকবাল ৭৫০

সেরা ইনিংস :

ওয়েস্ট ইন্ডিজ : রামনরেশ সারওয়ান ২৬১* (২০০৪)

বাংলাদেশ : তামিম ইকবাল ১২৮ (২০০৯)

সবেচেয়ে বেশি সেঞ্চুরি:

শিবনারায়ন চন্দরপল : ৪টি

বাংলাদেশের পক্ষে ১টি করে সেঞ্চুরি : আবুল হাসান, মোহাম্মদ রফিক, নাঈম ইসলাম, হাবিবুল বাশার, খালেদ মাসুদ, মুশফিকুর রহীম ও তামিম ইকবাল।

এক সিরিজে সর্বোচ্চ রান :

ওয়েস্ট ইন্ডিজ: শিবনারায়ণ চন্দরপল ৩৫৪ (২০১২)

বাংলাদেশ : নাসির হোসেন ২৬৩ (২০১২)

সর্বোচ্চ উইকেট শিকারি:

বাংলাদেশ : সাকিব আল হাসান ৩৭

ওয়েস্ট ইন্ডিজ : কেমার রোচ ৩০

ইনিংসে সেরা বোলিং ফিগার:

ওয়েস্ট ইন্ডিজ : জার্মেই লসন ৬.৫-৪-৩-৬ (ঢাকা ২০০২)

বাংলাদেশ : সাকিব আল হাসান ১৭-৫-৩৩-৬ (কিংসটন ২০১৮)

ম্যাচে সেরা বোলিং ফিগার :

ওয়েস্ট ইন্ডিজ : জেসন হোল্ডার ২৩.১-৪-১০৩-১১ (কিংসটন ২০১৮)

বাংলাদেশ : সোহাগ গাজী ৭০.২-৯-২১৯-৯ (ঢাকা ২০১২)

সবচেয়ে বেশি ৫ উইকেট:

৩ বার করে কেমার রোচ ও সাকিব আল হাসান

সবচেয়ে বেশি ১০ উইকেট :

দুই দল মিলে একবার পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার

এক সিরিজে সবচেয়ে বেশি উইকেট :

জেসন হোল্ডার ১৬টি (২০১৮)

সাকিব আল হাসান ১৩টি (২০০৯)।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ