ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

ভোটে দাঁড়াচ্ছেন ইমরান সরকার

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২১ ২২:৪০:৪৮
ভোটে দাঁড়াচ্ছেন ইমরান সরকার

বুধবার নিজের ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন, যেহেতু আমার নিজ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, যেহেতু আমার এলাকায় কোনো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি, তাই দারিদ্রের হার বেড়েই যাচ্ছে।

“যেহেতু আমার এলাকা উন্নয়ন বৈষম্যের শিকার এবং পূর্ববর্তী জনপ্রতিনিধিরা সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তাই আমি আমার নির্বাচনী এলাকা কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর, চিলমারী) থেকে সাধারণ মানুষের পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।”

যে আসন থেকে ইমরান ভোট করতে চান, সেই কুড়িগ্রাম-৪ এক সময় জাতীয় পার্টির এলাকা হিসেবেই পরিচিত ছিল। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে ওই আসনের জাতীয় পার্টির লাঙ্গলই জয় পেয়েছে।

২০০৮ সালে জাতীয় পার্টির প্রার্থীকে হারিয়ে এমপি হয়েছিলেন আওয়ামী লীগের জাকির হোসেন। তবে ২০১৪ সালের নির্বাচনে ওই আসন থেকে নির্বাচিত হন আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির (জেপি) প্রার্থী রুহুল আমিন।

সুত্রঃ যুগান্তর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে