ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

দিনের পর রাত আছে, এবার শিক্ষা হলো ভারতের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২১ ২২:২৭:৩৩
দিনের পর রাত আছে, এবার শিক্ষা হলো ভারতের

এবার লিটন দাসের মতই আউটের শিকার হল ভারতীয় ব্যাটসম্যান লুকেশ রাহুল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টুয়েন্টিতে ম্যাচের ৯ম ওভারের দ্বিতীয় বলে স্টাম্পিংয়ের শিকার হন লুকেশ রাহুল। মাঠের আম্পায়ার সিদ্ধন্ত জানার জন্য থার্ড আম্পায়ারের কাছে পাঠান।

রিপ্লেতে দেখা যায়, যতক্ষনে অস্ট্রেলিয়ার উইকেটকিপার স্টাম্প ভাঙেন, ততক্ষনে লুকেশ রাহুলের পা দাগ স্পর্শ করেছে। বেশ কিছু অ্যাঙ্গেল থেকে দেখে আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। তখন ১২ বলে ১৩ রান করে আউট হন রাহুল।

এর আগে এই ভারতের বিপক্ষেই এশিয়া কাপে লিটন দাসকে একই ভাবে আউট দেন আম্পায়ার। এবার হয়তো বাংলাদেশের দু:খ কিছুটা বুঝবে ভারত। কেননা, এই ম্যাচটিও যে হেরেছে ভারতীয়রা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ