ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

তামিম না থাকায় সাকিব যে ২ টাইগারকে ওপেনিংয়ে চাইলেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২১ ২১:৪৮:৪৭
তামিম না থাকায় সাকিব যে ২ টাইগারকে ওপেনিংয়ে চাইলেন

এদিকে ইনজুরির কারণে টেস্টে নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তাকে ছাড়া ওপেনিং জুটির ব্যর্থতা বার বারই হতাশ করেছে বাংলাদেশ দলকে। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ওপেনিংয়ে ছিলেন লিটন-ইমরুল। কিন্তু তারা নিজেদের মেলে ধরতে পারেনি। চার ইনিংসে ইমরুলের রান ছিল-৪৩, ৫, ৩, ০। লিটনের-২৩, ৯, ৬, ৯।

আর এমন পারফরম্যান্সের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা হয়নি লিটনের। অন্যদিকে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই টিকে গেলেন ইমরুল। এদিকে দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। আর প্রস্তুতি ম্যাচে দারুণ খেলে শেষ মুহূর্তে ঢুকে গেছেন সাদমান ইসলাম।

যার ফলে ওপেনিংয়ে এখন তিনজন। কোন দুইজনকে দেখা যাবে ওপেনিংয়ে? সাকিবের কথা থেকে বেশ পরিষ্কার একটা ধারণা পাওয়া গেল। সাকিব বলেন, ‘দেখুন, এখানে আমরা চেষ্টা করব যারা একটু অভিজ্ঞ প্লেয়ার তাদের সুযোগটাই যেন বেশি থাকে। আমি সবসময় বিশ্বাস করি টেস্টে একটু অভিজ্ঞ প্লেয়ার থাকলে অনেক বেশ হেল্পফুল হয়। তারপরও আমরা এখনও সিদ্ধান্ত নেইনি, কোন ধরনের কম্বিনেশনে যাব।’

তিনি আরো বলেন, ‘ইমরুল ওয়ানডে সিরিজে খুব ভালো খেলেছে, দুইটি টেস্ট ম্যাচে তেমন রান করেনি, ও ওয়ানডেতে ভালো ফর্মে ছিল, আমার মনে হয় সুযোগ পেলে ভালো করবে। সাদমান প্র্যাকটিস ম্যাচে খুব ভালো করে এসেছে। সৌম্য কামব্যাক করেছে ভালোভাবে। তিনজনেরই খুব ভালো সুযোগ আছে।’

সাকিবের কথাতেই বুঝা যাচ্ছে তিনি অভিজ্ঞদের প্রাধান্য দিতে চান। আর এমনটি হলে অভিষেকের জন্য অপেক্ষা বাড়বে সাদমানের। অভিজ্ঞতার বিবেচনায় এগিয়ে থাকায় ওপেনিংয়ে সম্ভবত খেলবেন ইমরুল আর সৌম্যই।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ