ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে স্পটলাইটে থাকছেন যারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২১ ১৯:১৪:৫৭
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে স্পটলাইটে থাকছেন যারা

৬৪ ম্যাচে ৩৫.৭৫ গড়ে ৩৯৬৯ রান সংগ্রহ করা মুশফিকের পারফর্মেন্স উইন্ডিজদের বিপক্ষেও দারুণ। এখন পর্যন্ত ক্যারিবিয়ানদের বিপক্ষে ১০টি টেস্টে ৩৪.৫০ গড়ে ৬২১ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে রয়েছে ১টি শতকসহ ২টি অর্ধশতক। সুতরাং সবমিলিয়ে আগামীকালের ম্যাচে মুশফিক হতে পারেন টাইগারদের বাজির ঘোড়া।

তাইজুল ইসলাম (বাংলাদেশ)-

জিম্বাবুয়ের বিপক্ষে গত টেস্ট সিরিজে রীতিমত বিধ্বংসী ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দুই টেস্টের সিরিজে মোট ১৮টি উইকেট নিয়েছিলেন তিনি।

২৬ বছর বয়সী তাইজুল এখন পর্যন্ত উইন্ডিজদের বিপক্ষে ৩টি ম্যাচে মাঠে নেমেছেন। আর এই তিন ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন দারুণভাবে। মাত্র ৩.১৯ ইকোনমি রেটে ১১ উইকেট শিকার করেছেন তিনি ক্যারিবিয়ানদের বিপক্ষে।

রস্টন চেজ (উইন্ডিজ)-

ভারতের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া টেস্ট সিরিজে ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ওপেনার রস্টন চেজ। দ্বিতীয় টেস্টে খেলেছিলেন ১০৬ রানের অনবদ্য একটি ইনিংস।স্পট লাইটে থাকবেন যারাঃ

মুশফিকুর রহিম (বাংলাদেশ)-এখন পর্যন্ত যদিও ভারতের বিপক্ষে খুব বেশি খেলেননি তিনি। তবে ব্যাট হাতে আগামীকালের ম্যাচ নিজেকে প্রমাণ করার যথেষ্ট সামর্থ্য আছে তাঁর। টাইগারদের বিপক্ষে মাত্র ২টি টেস্ট খেলে ১৮ গড়ে ৫৪ রান সংগ্রহ করেছেন চেজ। এবার এই পরিসংখ্যান পাল্টে দিতে মাঠে নামবেন তিনি।

শ্যানন গ্যাব্রিয়েল (উইন্ডিজ)-

গত উইন্ডিজ সফরে এই গ্যাব্রিয়েলই চরম ভুগিয়েছিলেন বাংলাদেশকে। নিয়মিতভাবে ৯০ মাইল গতিতে বোলিং করতে সক্ষম এই পেসারকে সামলাতে যে এবারও হিমশিম খেতে হবে টাইগার ব্যাটসম্যানদের তা সহজেই অনুমিত বলা যায়।

প্রস্তুতি ম্যাচে ২৪ রানে ২৩ উইকেট নিয়ে এরই মধ্যে অবশ্য হুঁশিয়ারি দিয়ে রেখেছেন গ্যাব্রিয়েল। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলা হয়েছে ৩০ বছর বয়সী এই পেসারের। যেখানে ৩.১১ ইকোনমিতে মোট ১৩টি উইকেট শিকার করেছেন তিনি। সুতরাং তাঁকে সামলাতে বেশ আটঘাট বেঁধেই নামতে হবে টাইগারদের।

পিচ এবং কন্ডিশনঃ

চিটাগাংয়ের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটকে ধরা হয় দেশের সবথেকে ভাল ব্যাটিং পিচ হিসেবে। পরিসংখ্যান বলছে এই উইকেটে পেসারদের থেকে স্পিনাররাই বেশি সুবিধা পেয়ে থাকেন। এই কারণে আগামীকালের ম্যাচে সাকিব আল হাসান, তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজের সাথে বাড়তি স্পিনার হিসেবে খেলতে পারেন তরুণ নাইম হাসান।

বাংলাদেশ স্কোয়াডঃ

সাকিব আল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস, আরিফুল হক, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, তাইজুর রহমান, সাদমান ইসলাম অনিক, নাইম হাসান, খালেদ আহমেদ।

উইন্ডিজ স্কোয়াড :

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিশু, রস্টন চেজ, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জাহমার হ্যামিল্টন, শিমরন হেটমায়ার, শাই হোপ, শেরমন লুইস, কিমো পল, কাইরন পাওয়েল, রেইফন রেইফার, কেমার রোচ, জোমেল ওয়ারিকেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ