ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

প্রথম ম্যাচেই ভারতকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া দেখেনিন স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২১ ১৮:২৫:৪৯
প্রথম ম্যাচেই ভারতকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া দেখেনিন স্কোর

তবে ম্যাক্সওয়েল একপ্রান্তে ঝড় তুললেও অন্য প্রান্তে আউট হয়ে যান ক্রিস লিন। ২০ বলে ৩৭ রান করেন তিনি। এরপর ম্যাক্সের সাথে যোগ দেন স্টোইনিস। দুজনে মিলে ঝড় তোলেন ক্রিজে। আর এই দুজনের জুটিতে মাত্র ৬ ওভারেই রান আসে ৭৮ রান।

সব মিলিয়ে ১৬.১ ওভারে ১৫৩ রান করার পর বৃষ্টি আসলে খেলা বন্ধ হয়ে যায়। তবে পুনরায় খেলা শুরু হওয়ার পর অস্ট্রেলিয়া ১৭ ওভারে ১৫৮ রান করে। তবে বৃষ্টি আইনে ভারতের সামনে জয়ের জন্য টার্গেট দাড়ায় ১৭ ওভারে ১৭৪ রানের।

বড় রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ঝড়ো ব্যাটিং করেন শিখর ধাওয়ান। ৪২ বলে ৭৬ রানের টর্নেডো ইনিংস খেলে ভারতকে ম্যাচে রাখেন তিনি। তবে অপর পাশে রোহিত (৭), রাহুল (১৩), কোহলি (৪) রান করে আউট হলে একটা সময় ১০৫ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত।

সেখান থেকে অস্ট্রেলিয়া বোলারদের উপর পাল্টা তান্ডব চালান রিশাব পান্ট ও দিনেশ কার্তিক। দুজনে মিলে রানকে নিয়ে যান ভারতের হাতের নাগালে।

কিন্তু শেষ মুহুর্তে আরেক তরফা আটক। এবার ১৬তম ওভারে ১৫৬ রানের মাথায় ১৫ বলে ২০ রান করা রিশাব পান্ট বিদায় নিলে ভাঙে এই জুটি।

রিশাবের বিদায়ের পরও ভারতের আশা টিকে ছিল ১২ বলে ৩০ রান করা কার্তিকের ব্যাটে। কিন্তু শেষ ওভারে বোলিংয়ে এসে স্টোইনিস পরপর দুই বলে ক্রুনাল পান্ডে ও কার্তিককে আউট করলে ম্যাচ হেলে পড়ে অষ্ট্রেলিয়ার দিকে। পুরো ওভারে ভারতের যেখানে প্রয়োজন ছিল ১৩ রান সেখানে শেষ বলে ভারতের প্রয়োজন হয় ৯ রান। কিন্তু সেই বলে বাউন্ডারি মারেন কুলদ্বিপ যাদব। ফলে ৪ রানের হার নিয়ে মাঠ ছাড়ে ভারত।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ