ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

চট্টগ্রাম টেস্টের উইকেট কেমন হতে যাচ্ছে জানলে অবাক হবেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২১ ১৭:৪২:৩৯
চট্টগ্রাম টেস্টের উইকেট কেমন হতে যাচ্ছে জানলে অবাক হবেন

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে বেশিরভাগ সময়ই তৈরি করা হয়েছিলো ব্যাটিং বান্ধব উইকেট। এই পিচে তো শ্রীলঙ্কার বিপক্ষে দেড় হাজারেরও বেশি রান করেছে দুই দল মিলে! অতিরিক্ত ব্যাটিং বান্ধব উইকেটের জন্য আইসিসির পক্ষ থেকে ডিমেরিট পয়েন্টও পেয়েছিলো স্টেডিয়ামটি। আবারো মাঠে গড়াচ্ছে টেস্ট।

জিম্বাবুয়ের বিপক্ষে একটি সিলেট ও একটি ঢাকায় অনুষ্ঠিত হলেও উইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। তাই প্রথম টেস্টের উইকেট কেমন হবে এইটা জানার আগ্রহ সবারই থাকার কথা। ইতোমধ্যে উইকেট পর্যবেক্ষন করেছেন দুই দলের অধিনায়ক। সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের মতে এই টেস্টের উইকেট আগের চেয়ে ভিন্নভাবে তৈরি করা হয়েছে।

“আমার মনে হয় কিউরেটররা গত টেস্টের উইকেট থেকে ভিন্ন কিছু করার চেষ্টা করছেন। আমার কাছে দেখে মনে হচ্ছে, উইকেটে বল ঘুরতে পারে। আসলে দেখে খুব একটা অনুমান করা যায় না। অনেক সময় যতদিন যায়, আস্তে আস্তে আরও ভালো হতে থাকে উইকেট। আশা করি এবার তেমন কিছু হবে না। ভালো একটা টেস্ট ম্যাচ খেলার জন্য যেমন উইকেট দরকার তেমন উইকেটই হবে।”

এই স্পিন নির্ভর উইকেট বানিয়েই ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষেও হেরেছে দল। তবে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে স্পিন অ্যাটাকে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব ফেরায় স্পিন অ্যাটাকে অবশ্যই এগিয়ে থাকবে বাংলাদেশ। তবে উইন্ডিজ দলেও রয়েছে বিশুর মতো লেগ স্পিনার।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ