ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

লিন ঝড়ে কাপছে ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২১ ১৭:০৭:২৩
লিন ঝড়ে কাপছে ভারত

আমন্ত্রণে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিংয়ে নামেন অ্যারণ ফিঞ্চ ও শর্ট। শুরুটা দেখে শুনে এগোলেও ইনিংসের ৪.১ ওভারের সময় ক্যাচ আউটে কাটা পড়ে মাঠ ছাড়েন শর্ট। এরপর ৮.৩ ওভারের সময় লিনকে নিয়ে বিপদ কাটানোর শপথ নিয়েও ব্যর্থ হন ফিঞ্চ। কুলদীপের বল সজোরে হিট করতে গিয়ে ব্যর্থ হয়ে ব্যকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দেন তিনি। মূলত বলটি তার ব্যাটের কোণায় লেগে শূন্যে উঠে যায়। মাঠ ছাড়ার আগ পর্যন্ত স্কোরকার্ডে ২৭ রান জমা করেন ফিঞ্চ। এই মুহুর্তে দলকে সামনে এগিয়ে নেয়ার অমূল চেষ্টা করে যাচ্ছেন ক্রিস লিন। আর তাকে সার্পোট দিতে নেমেছেন ম্যাক্সওয়েল।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত ১০ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭৪ রান। লিন ১৯ বলে ৩৭ রানে ব্যাট করছেন।

অস্ট্রেলিয়া একাদশ : শর্ট-অ্যরণ ফিঞ্চ, লিন. ম্যাক্সওয়েল, স্টোনিস, এমসি ডেরমট, ক্যারি, আন্ড্রে তাই, জেসন, জাম্পা ও স্টানলেক।

ভারতের একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ প্রান্ত, দীনেশ কার্তিক, ক্রণাল পাণ্ডে, কুলদীপ যাদব, বুভনেশ্বর কুমার, জয়স্প্রিত বুমরাহ, ও খলিল আহমেদ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ