ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

অভিজ্ঞতার জোরে সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২১ ১৬:১৩:৪৬
অভিজ্ঞতার জোরে সাকিব

দলে অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা বেশি থাকা মানেই দলের ভারসাম্য অনেক গুণ বেড়ে যাওয়া, বিশ্বাস করেন সাকিব। এই অভিজ্ঞরাই দলের বিপর্যয়ে সহায়ক ভূমিকা রাখার ক্ষমতা রাখেন।

'দেখুন এখানে আমরা চেষ্টা করব যারা একটু অভিজ্ঞ প্লেয়ার তাদের সুযোগটাই যেন বেশি থাকে। আমি সবসময় বিশ্বাস করি টেস্টে একটু অভিজ্ঞ প্লেয়ার থাকলে অনেক বেশ সহায়ক ভূমিকা পালন করতে পারে। তারপরও আমরা এখনও সিদ্ধান্ত নেই নি যে আমরা কোন ধরনের কম্বিনেশনে যাব,' ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টের আগের দিন (বুধবার) সংবাদ সম্মেলনে বলেছিলেন অধিনায়ক।

যেখানে বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েসের উপর বেশি আস্থা প্রকাশ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। যিনি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দেখিয়েছেন নিজের ব্যাটের প্রশস্ততা। তিন ম্যাচ সিরিজে দুইটি শতক ছিল তাঁর।

কিন্তু দুই টেস্টেই ব্যর্থ ছিলেন ইমরুল। চার ইনিংস ব্যাটিং করে রান করেছেন মাত্র ৫১। তবে সাকিবের বিশ্বাস, ইমরুলকে সুযোগ দিলে সে ভাল করবে, কারণ সে দেশের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান।

'ইমরুল ওয়ানডে সিরিজে খুব ভালো খেলেছে, দুইটি টেস্ট ম্যাচে তেমন রান করেনি, ও ওয়ানডেতে ভালো ফর্মে ছিল, আমার মনে হয় ও সুযোগ পেলে ভালো করবে।'

পাশাপাশি প্রথম দলে ডাক পাওয়া ২৩ বছর বয়সী সাদমান ইসলামও দারুণ ফর্মে রয়েছেন। জাতীয় লিগে দুর্দান্ত পারফর্মেন্সের পর ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেছেন ১৬৯ বলে ৭৩ রানের ইনিংস। সৌম্য তো ফিরেছেন অসাধারণ ফর্ম নিয়েই।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ১১৭ রানের ইনিংসের পর উইন্ডিজদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জানান দিয়েছেন নিজের সামর্থ্য। খেলেছেন ৭৮ রানের ইনিংস। তাই দল নির্বাচনে কিছুটা সাহসিকতার পরিচয় দিয়েই নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন দীর্ঘ দিন পর ইনজুরি থেকে ফেরা সাকিব।

'সাদমান প্র্যাকটিস ম্যাচে খুব ভালো করে এসেছে। সৌম্য ফিরে এসেছে ভালোভাবে। তিনজনেরই খুব ভালো সুযোগ আছে। যারাই দল নির্বাচন করবে, আমি হই, কোচ হোক বা নির্বাচকরা, একটু সাহসী মনোভাব থেকে নির্বাচন করতে হবে। একটু অনুমান করতেই হবে কে টেস্ট ম্যাচে আমাদের হয়ে বেশি অবদান রাখতে পারবে।'

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ