ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ব্রেকিং নিউজঃ যে ভয়ের কথাই জানালেন সাকিব সংবাদ সম্মেলনে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২১ ১৫:৫৩:০৩
ব্রেকিং নিউজঃ যে ভয়ের কথাই জানালেন সাকিব সংবাদ সম্মেলনে

বাঁ হাতের কনিষ্ঠার চোট কাটিয়ে পুরোদমে চার সেশন অনুশীলন করেছেন। দলের সঙ্গে নিজেকে ঝালিয়ে নিয়েছেন দুই সেশন, বাকি দুই সেশনে ঐচ্ছিক অনুশীলন করেছেন। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবই করেছেন। কিন্তু ম্যাচ ফিটনেস কি পেয়েছেন সাকিব?

আঙুলের অবস্থা ভালো, তা নিজেই নিশ্চিত করেছেন। ব্যাটিং-বোলিংয়ে ব্যথা অনুভব করছেন না একটুও। নেটে পুরো ছন্দে ঘাম ঝরালেও তার ম্যাচ ফিটনেস নিয়ে যত ভয়। সংবাদ সম্মেলনে সেই ভয়ের কথাই জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার।

‘পাঁচ দিন খেলাটা কতটা চ্যালেঞ্জের হবে, এটা আমরা সবাই জানি। যদি ম্যাচ পাঁচ দিনে যায় তাহলে তো চ্যালেঞ্জিং অবশ্যই। এই কারণে এখনো একটু হলে সংশয়ে আছি যে, ওই অবস্থানে আমি এখনো পৌঁছেছি কি না। কারণ আমি মাত্র চারটি সেশন অনুশীলন করেছি। এর ভেতরে দুটি সেশন ছিল ঐচ্ছিক। দেখা যাক, শেষ মুহূর্ত পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে খেলছি কি না এটার জন্য’- বলেছেন সাকিব।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ