ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

এবারের বিপিএলে কোন খেলোয়াড় দাম কত,জেনেনিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২১ ১৫:৪৬:৪৯
এবারের বিপিএলে কোন খেলোয়াড় দাম কত,জেনেনিন

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই ক্রিকেটার এবারের মৌসুমে পাবেন ১ কোটি ৭০ লাখ টাকা। এছাড়াও শ্রীলঙ্কা অলরাউন্ডার থিসারা পেরেরা কে দলে নিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খরচ করতে হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। তাদের দলে রয়েছে আরও এক দামি ক্রিকেটার।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ইভেন লুইস কে দলে নিতে কুমিল্লাকে খরচ করতে হয়েছে এক কোটি ৭০ লাখ টাকা। এরপরেই রয়েছে শ্রীলঙ্কান পেস বোলার লাথিস মালিঙ্গা। ১ কোটি ২৫ লাখ টাকার বিনিময়ে লাথিস মালিঙ্গা কে দলে ভেড়ায় খুলনা টাইটান্স।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ড্রাফট থেকে কেনা ক্রিকেটারদের দাম

দেশি: আবু হায়দার রনি (২৫ লাখ), এনামুল হক বিজয় (২৫ লাখ), মেহেদি হাসান (১৮ লাখ), জিয়াউর রহমান (১২ লাখ), মোশারফ হোসেন রুবেল (১২ লাখ), মোহাম্মদ শহীদ (১২ লাখ), শামসুর রহমান (১২ লাখ), সঞ্জিত সাহা (৮ লাখ)।

বিদেশি: শহিদ আফ্রিদি (২ লাখ ইউএস ডলার/ প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা), এভিন লুইস (২ লাখ ইউএস ডলার/ প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা), থিসারা পেরেরা (১ লাখ ৫০ হাজার ইউএস ডলার/ প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা), আমির ইয়ামিন (৩০ হাজার ইউএস ডলার/ প্রায় ২৫ লাখ টাকা)।

রংপুর রাইডার্সের ড্রাফট থেকে কেনা ক্রিকেটারদের দাম

দেশিঃ শফিউল ইসলাম (২৫ লাখ), ফরহাদ রেজা (১৮ লাখ), আবুল হাসান রাজু (১৮ লাখ), মেহেদি মারুফ (১২ লাখ), সোহাগ গাজী (১২ লাখ), নাদিফ চৌধুরী (১২ লাখ), নাহিদুল ইসলাম (৮ লাখ) এবং ফারদিন হোসেন এনি (৫ লাখ)।

বিদেশিঃ রবি বোপারা (১ লাখ ইউএস ডলার/ প্রায় ৮৪ লাখ টাকা), রাইলি রুশো (১ লাখ ইউস ডলার/ ৮৪ লাখ টাকা), বেনি হাওয়েল (৫০ হাজার ইউএস ডলার/ প্রায় ৪২ লাখ টাকা)

ঢাকা ডায়নামাইটসের ড্রাফট থেকে কেনা ক্রিকেটারদের দাম

দেশিঃ রুবেল হোসেন (২৫ লাখ), নুরুল হাসান সোহান (১৮ লাখ), শুভাগত হোম (১৮ লাখ), রনি তালুকদার (১২ লাখ), মিজানুর রহমান (৮ লাখ), আসিফ হাসান (১২ লাখ), শাহাদত হোসেন রাজিব (৮ লাখ), নাইম শেখ (৫ লাখ) এবং কাজি অনিক (৫ লাখ)।

বিদেশিঃ ইয়ান বেল (৫০ হাজার ইউএস ডলার/ প্রায় ৪২ লাখ টাকা) ও অ্যান্ড্রু বির্চ (৩০ হাজার ইউএস ডলার/ প্রায় ২৫ লাখ টাকা)।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ