ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

একি বললেন বাংলাদেশকে নিয়ে ব্র্যাথওয়েট

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২১ ১৫:২৬:১৯
একি বললেন বাংলাদেশকে নিয়ে ব্র্যাথওয়েট

লাল বলে বাংলাদেশের বিপক্ষে দারুণ সফল ক্যারিবীয়রা। ঘরের মাঠে দুই মাস আগেই বাংলাদেশকে হেসেখেলে হারিয়েছে উইন্ডিজ দল। এবারও বাংলাদেশকে একই তিক্ত অভিজ্ঞতার স্বাদ দিতে চায় সফরকারীরা।

উইকেট স্পিনারদের পক্ষে কথা বলবে বিষয়টি ভালোই জানা তারুণ্যে ভরা উইন্ডিজ দলের। তবে স্পিন কিংবা পেস, দুই বিভাগেই বাংলাদেশকে চমকে দেয়ার রশদ রয়েছে তাদের। কিমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েলদের সাথে দেবিন্দ্র বিশু, রস্টন চেইজদের সাথে বাঁহাতি স্পিনে জোমেল ওয়ারিকেনে ভরসা অধিনায়কের।

'উইকেট অবশ্যই ভিন্ন। তবে আমরা যাই করি না কেন, ফাস্ট বোলিং কিংবা স্পিন, আমাদের ভালো করতেই হবে। আমাদের পেছনের সিরিজে পড়ে থাকলে চলবে না। আমাদের পরিকল্পনা মত এগোতে হবে। এবং আমি মনে করি আমরা এগিয়ে আছি।'

জুলাই-আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টে গতির ঝড় তুলে তিন দিনের মধ্যে জয় তুলে নিয়েছিল উইন্ডিজ দল। তবে এবার উপমহাদেশের কন্ডিশনে মূল শক্তির জায়গা হবে পেসারদের গতির বৈচিত্র্য, শুধু একাধারে গতির ঝড় নয়।

'যখন আমরা সঠিক লাইন লেন্থে বল করে যাবো, তখন আমাদের জন্য ভালো হবে। আমাদের পেস বোলারের জন্য গতির বৈচিত্র্য গুরুত্বপূর্ণ হবে। আমি মনে করি ওরা ভালোই করবে,' বলেছেন ব্র্যাথওয়েট।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ