ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

যে কারণে দুঃখ পেয়েছিলেন রোনালদো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২১ ১২:৫০:৩৮
যে কারণে দুঃখ পেয়েছিলেন রোনালদো

সে সময় পর্তুগিজ তারকা আরও বলেন, ‘সে এমন একজন খেলোয়াড় যে গোলের সামনে আমার মুভমেন্ট বুঝতে পারে, ওজিলকে বিক্রি করে দেওয়ায় আমার খুব রাগ হয়েছে।’

রোনালদো ও ওজিল, দুজনই এখন অতীত রিয়াল মাদ্রিদে। ওজিলকে ২০১৩ সালে আর রোনালদোকে পাঁচ বছর পর ২০১৮ সালে বিক্রি করে দেয় ক্লাব কর্তৃপক্ষ।

ওজিল রিয়ালের সাদা জার্সি গায়ে তিন বছর খেলেছিলেন। ২০১৩ সালের আগস্টে ট্রান্সফারের শেষ দিন তাকে বিক্রি করে দেওয়া হয় আর্সেনালের কাছে। আর রোনালদো এখন খেলছেন জুভেন্টাসের হয়ে।

ক্লাব জীবন থেকেই রোনালাদোর সঙ্গে ওজিলের সম্পর্ক খুবই ভালো ছিল, যা এখনও বিদ্যামান আছে। এখন এই দুই তারকা স্ব স্ব ক্লাবে আলো ছড়াচ্ছেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ