ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

গেইল বললেন আমার পরেই অবস্থান দিতে চাই বাংলাদেশের এই টাইগারকে 

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২১ ১২:০০:৪৭
গেইল বললেন আমার পরেই অবস্থান দিতে চাই বাংলাদেশের এই টাইগারকে 

ক্যারিবিয়ান গেইলের পরের স্থানটিতে রয়েছেন টাইগার হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান রম্মান। বরিশাল বুলস, বরিশাল বার্নার্স, দুরন্ত রাজশাহী, রাজশাহী কিংস এবং সিলেট সিক্সার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে এখন পর্যন্ত ৬২টি ম্যাচে ৪৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ১২১.৮৪। এবং ২২.৮৭ গড়ে ১১২১ রান সংগ্রহ করেছেন সাব্বির। তাঁর রয়েছে ১টি শতক সহ ৩টি অর্ধশতক। এই তালিকায় ৩য় স্থানে আছেন বিজয়। তিনি ছক্কা হাকিয়েছেন ৪৫টি।লুইস ৪৩টি ছক্কা মেরে ৪র্থ স্থানে এবং রিয়াদ আছেন ৫ম স্থানে। তারও ছক্কার সংখ্যা ৪৩টি।

ক্যারিবিয়ান গেইলের পরের স্থানটিতে রয়েছেন টাইগার হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান রম্মান। বরিশাল বুলস, বরিশাল বার্নার্স, দুরন্ত রাজশাহী, রাজশাহী কিংস এবং সিলেট সিক্সার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে এখন পর্যন্ত ৬২টি ম্যাচে ৪৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ১২১.৮৪। এবং ২২.৮৭ গড়ে ১১২১ রান সংগ্রহ করেছেন সাব্বির। তাঁর রয়েছে ১টি শতক সহ ৩টি অর্ধশতক। এই তালিকায় ৩য় স্থানে আছেন বিজয়। তিনি ছক্কা হাকিয়েছেন ৪৫টি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ