ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

যে কারনে পিএসজির দুশ্চিন্তা 

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২১ ১১:০৫:৪২
যে কারনে পিএসজির দুশ্চিন্তা 

সামনে যখন এমন মহা বিপদ তখনই ইনজুড়িতে পড়লেন পিএসজির আক্রমন ভাগের দুই প্রান নেইমার এবং এমবাপ্পে। গতকাল নিজ নিজ দেশের হয়ে প্রীতি ম্যাচ খেলার সময় ইনজুড়িতে পড়েন দুজনেই।

ক্যামেরুনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাত্র ৬ মিনিটেই শেষ হয়ে যায় নেইমারের খেলা। শট নেয়ার সময় পেশীর ইনজুড়িতে পড়েন এই ব্রাজিলিয়ান তারকা। যদিও ব্রাজিলের ডাক্তার জানিয়েছে তার ইনজুড়ি ততটা গুরুতর হবে না।

অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ইনজুড়িতে পড়েছেন এমবাপ্পে। ম্যাচে বল নিয়ে প্রতিপক্ষের ডিবক্সে ঢুকে পড়া এমবাপ্পেকে বাধা দেন উরুগুয়ের গোলকিপার এবং সেই বাধার কারনেই আঘাত পান এমবাপ্পে। এরপর মাঠ ছাড়েন তিনি।

তবে এই তারকার ইনজুড়ি কতটা গুরুতর তা জানা যায়নি। পরীক্ষার পরই জানা যাবে তার অবস্থা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ