ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

মাশরাফিকে নিয়ে যা বললেন বোর্ড সভাপতি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২১ ০৮:৫২:০০
মাশরাফিকে নিয়ে যা বললেন বোর্ড সভাপতি

মঙ্গলবার (২০ নভেম্বর) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্ব নিয়ে দেশে ফেরার পর এমন অভিমত ব্যক্ত করেন তিনি।

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী উইন্ডিজ ক্রিকেট দলের মধ্যকার মাসব্যাপী দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ শুরু হতে যাচ্ছে চলতি সপ্তাহ থেকে। টেস্ট দিয়ে সিরিজ শুরুর পর দুই দলের মধ্যকার ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে আসছে ডিসেম্বর মাসের ৯, ১১ ও ১৪ তারিখে। যার ফলে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের সিরিজটিতে খেলা না খেলা নিয়ে ঘুরপাক খাচ্ছে কিছু প্রশ্ন।

কেননা এই সময়ে মাশরাফি ব্যস্ত থাকবেন আগামী জাতীয় নির্বাচনে প্রার্থিতা করা নিয়ে। এ কারণে উইন্ডিজ সিরিজে মাশরাফির খেলা হবে কি না এ নিয়ে রয়েছে ধোঁয়াশা। এর আগে বোর্ডের দায়িত্বশীল সূত্রই মাশরাফির না খেলার শঙ্কার কথা জানিয়েছিল।

তবে এবার স্বয়ং বোর্ড সভাপতিই জানালেন, মাশরাফির কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ক্রিকেটই।

সাংবাদিকদের সাথে আলাপকালে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমার সাথে ওর যে কথা হয়েছে, তাতে ওর যখন খেলা থাকবে ও খেলবে। ওর কাছে এখনো ক্রিকেটই আগে এবং আমাদের কাছেও।’

যদিও এর আগে বোর্ড সভাপতি বলেছিলেন, নির্বাচনের কারণে মাশরাফি উইন্ডিজ সিরিজে নাও খেলতে পারেন। তার বলা সেই কথা যে হুবুহু ঠিক হবে না, সেটি জানিয়ে পাপন বলেন, ‘আমি আগে যা বলে দিচ্ছি এটা যে হুবহু হবেই সেটা ঠিক না। ও নিজেও বলছে খেলবে। হয়তো একটা ম্যাচ খেলতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে প্রাণে বিশ্বাস করি ওর যে কয়টা খেলা আছে সবগুলো খেলবে। এটাই হলো আমাদের বিশ্বাস। এরপর সামনে কী হয় দেখা যাবে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ