ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

কেন বাংলাদেশে এত আগ্রহী আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন জানেলে অবাক হবেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২১ ০৮:৪৭:০৬
কেন বাংলাদেশে এত আগ্রহী আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন জানেলে অবাক হবেন

কেন হুট করে বাংলাদেশের প্রতি এত আগ্রহী হয়ে উঠেছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের মতে, বাংলাদেশের ভালো পারফরম্যান্সই ক্রিকেট পাড়ায় এই স্বস্তিকর পরিস্থিতির কারণ।

পাপনের মতে, বাংলাদেশের প্রতি এখন এসিসির মত সংস্থাগুলোর অনেক প্রত্যাশা। আর এই প্রত্যাশার কারণ হিসেবে তিনি দেখছেন দেশের ক্রিকেটীয় উন্নতিকেই। পাপনের আগে একাধিক ক্রিকেট ব্যক্তিত্ব বাংলাদেশ থেকে এসিসি সভাপতি হলেও তার মতে এবার তার এসিসি সভাপতি হওয়ার ঘটনাটি আগের চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ।

নাজমুল হাসান বলেন, ‘এমন প্রত্যাশার একটাই কারণ হতে পারে, বাংলাদেশ দলের পারফরম্যান্স। আগেও আমাদের দেশ থেকে এসিসি প্রধান হয়েছে, আপনারা জানেন যে রটেশোন বেসিসেই হয়। কিন্তু তখন আর এখনের মধ্যে একটা বিরাট পার্থক্য আছে।’

পাপনের মতে, শুধু মাঠের ক্রিকেটেই নয়; ক্রিকেটের প্রশাসনিক এলাকাতেও বাংলাদেশের এখন মজবুত অবস্থান। সব জায়গায়ই বাংলাদেশের একটি আলাদা অবস্থান তৈরি হয়েছে বলে বিশ্বাস তার। মঙ্গলবার রাতে দেশে ফিরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড, দুই জায়গাতেই ভালো অবস্থানে আছি। আমরা যেহেতু পারফর্ম করছি, সমস্ত জায়গাতেই আমাদের একটা আলাদা অবস্থান তৈরি হয়েছে।’

এসিসির নতুন সভাপতি হিসেবে নিজের প্রধান কাজ হিসেবে কোনটিকে দেখছেন পাপন? চ্যালেঞ্জটাই বা কী? তার মতে, এসিসি ঠিক পথেই এগোচ্ছে আর এই পথটা ধরে রাখাই তার প্রধান কাজ।

তিনি বলেন, ‘আমার বেসিক কাজটা হচ্ছে এটাকে সঠিক পথে রাখা। এটাই প্রথম দায়িত্ব, তবে প্রত্যাশা সব জায়গায় বেশি। আর এই প্রত্যাশার কারণটা আমি নিজেও চিন্তা করেছি, হুট করে কেন এমন প্রত্যাশা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ