ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

টি-২০ ক্রিকেটে গেইলের নতুন রেকর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২১ ০৮:৩৭:৩০
টি-২০ ক্রিকেটে গেইলের নতুন রেকর্ড

বিশ্বের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগের আবির্ভাবের পর গেইলের চাহিদা হয়েছে আকাশচুম্বী। এরই ধারাবাহিকতায় সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্ট এমজানসি সুপার লিগে নাম লিখিয়েছেন গেইল।

আর এই আসরে খেলতে নেমে সবচেয়ে বেশি তথা দশটি টি-২০ আসরে খেলা একমাত্র ক্রিকেটার হওয়ার কীর্তি গড়েছেন উইন্ডিজ ক্রিকেটার।

৩৯ বছর বয়সী এই ক্রিকেটার আইপিএল, বিপিএল, নিজ দেশের সিপিএলসহ বিভিন্ন টি-২০ লিগের মাঠ দাপিয়ে বেড়ান বছর জুড়ে। বর্তমান সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে সময় কম দিলেও ঘরোয়া টি-২০ আসরে তিনি দলগুলোর প্রধান আকর্ষণ। টি-২০ টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিরা দল সাজানোর সময় পাখির চোখ করে রাখে ক্রিস গেইলকেই।

বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ বিপিএলেও গেইলের রয়েছে ভালো অবস্থান। গত আসরে রংপুর রাইডার্সকে প্রথম শিরোপা এনে দিতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া বিপিএলের ষষ্ঠ আসরেও রংপুর রাইডার্সের জার্সি গায়েই মাঠ মাতাবেন এই বিধ্বংসী বাঁহাতি ওপেনার। টি-২০ ক্রিকেটে রাজা খ্যাত ক্রিকেটারকে মোকাবেলা করার ভয়ে হয়ত এখনই পা কাঁপছে বিপিএলের কত বোলারের!

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল), এমজানসি সুপার লিগ (এমএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) পাকিস্তান সুপার লিগ (পিএসএল), বিগ ব্যাশ লিগ (বিবিএল), রাম স্ল্যাম টি-টোয়েন্টি (দক্ষিণ আফ্রিকার লিগ), ভাইটালিটি ব্লাস্ট (ইংলিশ টি-টোয়েন্টি লিগ) এবং গ্লোবাল টি-টোয়েন্টি (কানাডা লিগ)।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ