ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

রফিকুল মিয়ার গ্রেফতার সরকারের কুৎসিত মনের বহিঃপ্রকাশ:রিজভী

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২০ ২৩:৪৫:৪৯
রফিকুল মিয়ার গ্রেফতার সরকারের কুৎসিত মনের বহিঃপ্রকাশ:রিজভী

রিজভী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য সরকার সর্বনাশা খেলায় মেতে উঠেছে। জবরদস্তিমূলক একতরফা নির্বাচন করার জন্য বিএনপির ওপর সার্বিক আক্রমণ শুরু করেছে সরকার।

তিনি বলেন, এরই অংশ হিসেবে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়ার পর আজ সন্ধ্যায় তাকে বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে নিয়ে যায়। তাকে সাজা দিয়ে কারাগারে গ্রেফতার করা সরকারের কুৎসিত মনেরই বহিঃপ্রকাশ।

রিজভী বলেন, সরকারের চক্রান্তে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়ার ঘটনায় আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, আসলে সংলাপ, কথাবার্তায় শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটি ছিল মূলত বিরোধী দল ও জনগণের প্রতি উপহাস। আওয়ামী লীগ গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরে অবিশ্বাস করে। সেজন্য আত্মসম্মানহীন এক বিভৎস স্বৈরাচারে পরিণত হয়েছে আওয়ামী শাসকগোষ্ঠী। এরা আইনের শাসনের শত্রু বলেই তাদের বিরোধী শক্তিকে নির্মূলে আইন আদালতকে হুমকি দিয়ে দলীয় স্বার্থে ব্যবহার করছে।

রিজভী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারের ইতিবাচক কোনো পরিবর্তন ঘটেনি। সরকারের মনোভাব প্রতিশোধ ও প্রতিহিংসাপরায়ণ বিরোধী দলের ওপর জুলুম, অত্যাচার, দমন-পীড়ন, মামলা-হামলা, গ্রেফতারের নারকীয় ঘটনা দিনকে দিন দূর্বিষহ হয়ে উঠেছে। ওদের অনাচারের বিরুদ্ধে প্রতিবাদের সম্ভাবনা দেখলেই তারা বিএনপিসহ বিরোধী দলের ওপর হিংস্র হয়ে ওঠে।

তিনি বলেন, আগামী নির্বাচনে ফাঁকা মাঠে গোল দেয়ার জন্যই তারা বানোয়াট মামলা, গ্রেফতার ও সাজা দিয়ে বিএনপি নেতৃবৃন্দকে কারাগারে আটকে রাখার পন্থা অবলম্বন করেছে। সরকারের টিকে থাকার একমাত্র সহায় হচ্ছে- বিরোধী দলের প্রতিবাদকে নিষ্ঠুর বলপ্রয়োগের মাধ্যমে দমন করা।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াসহ সিনিয়র নেতৃবৃন্দকেও মিথ্যা মামলা ও সাজা দেয়ার অভিনব কৌশলে কারাগারে বন্দী করা হচ্ছে। আমি অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সাজা প্রত্যাহার করে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।

সুত্রঃজাগোনিউজ২৪.কম

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে