ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

মেসির সহকারী হতে চান না গ্রিজমান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৯ ১৯:০৩:২০
মেসির সহকারী হতে চান না গ্রিজমান

নেইমারের ব্যাপারেও এমনটাই শোনা গিয়েছিল। বার্সেলোনায় থেকে মেসির সঙ্গে পাদপ্রদীপের আলোটা ভাগাভাগি হয়ে যাচ্ছে বলেই তিনি ন্যু ক্যাম্প ত্যাগ করেছিলেন। ফরাসি তারকা আতোয়ান গ্রিজমানও ঠিক তেমনটাই ভাবেন। মেসির ছায়ার অংশ হবেন না বলেই বার্সার আগ্রহ থাকার পরেও অ্যাটলেটিকো ছাড়েননি তিনি। তাঁর কাছে মেসির আড়ালে ঢাকা পড়ার চেয়ে বার্সেলোনার মতো দলে খেলার ইচ্ছাটা ত্যাগ করা অনেক সহজ ছিল।

ত এক-দেড় মৌসুম ধরেই গ্রিজমানকে দলে আনার জন্য চেষ্টা-চরিত্র চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কিছুদিন আগে বার্সেলোনায় না গিয়ে অ্যাটলেটিকোতেই থাকবেন, এই সিদ্ধান্ত জানিয়ে একটা ভিডিও প্রকাশ করেছেন তিনি। বার্সেলোনাকে প্রত্যাখ্যান করার সিদ্ধান্তটা অনেক কঠিন ছিল তাঁর জন্য এটা জানাতে ভোলেননি গ্রিজমান, ‘বার্সেলোনাকে মানা করে দেওয়াটা আসলেই অনেক কঠিন ছিল আমার জন্য। এক দিকে আছে বার্সেলোনা, যারা আপনাকে পাওয়ার জন্য প্রতিদিন ফোন করছে, টেক্সট মেসেজ পাঠাচ্ছে, আর আরেকদিকে রয়েছে অ্যাটলেটিকো, যে ক্লাবে আপনি রয়েছেন, আপনি যাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় আর যারা আপনাকে ঘিরেই তাঁদের সব পরিকল্পনা সাজাচ্ছে।’

ক্যানাল প্লাস কে দেওয়া সাক্ষাৎকারে গ্রিজমান বার্সায় না আসার আরও কিছু কারণ জানিয়েছেন, ‘আমার ক্লাবের কোচ আর সতীর্থরাও আমাকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অনেক সাহায্য করেছে। এমন ম্যাচেও আমি খেলেছি, যেখানে আমাকে দুয়ো দেওয়া হয়েছিল। তখন কোচ আচমকা ম্যাচ শেষে আমার বাসায় এসে আমাকে সান্ত্বনা দিয়েছিলেন, আমাকে ভরসা দিয়েছিলেন। এগুলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাকে অনেক সাহায্য করেছিলেন। অ্যাটলেটিকো আমার বেতনও বাড়িয়ে দিয়েছে। আমাকে তারা বুঝিয়েছে, যে অ্যাটলেটিকোই আমার ঘর, ঘর ছেড়ে আমার যাওয়া উচিত হবে না। অবচেতন মনে এই কথাটাও আমার মধ্যে কাজ করেছে, যে বার্সেলোনায় গেলে তো আমাকে মেসির সহকারী হয়ে থাকতে হবে। রাত তিনটায় ঘুম থেকে উঠে আমি এসব নিয়ে আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করতাম। অনেক কঠিন সময় গিয়েছে আমার জন্য তখন।’

গ্রিজমানকে না পেয়ে পরে ওসমানে দেম্বেলে, ম্যালকম, ফিলিপ কুতিনহোর মতো খেলোয়াড়দের দলে এনেছে বার্সেলোনা। এবং এসব খেলোয়াড়দের নিয়ে এখনো বার্সেলোনা এই মৌসুমে লিগের শীর্ষে অবস্থান করছে, ওদিকে বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট কম পেয়ে তৃতীয় স্থানে রয়েছে গ্রিজমানের অ্যাটলেটিকো মাদ্রিদ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ