ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

গ্যাব্রিয়েল, হেটমায়ারদের নিয়ে রোডস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৯ ১৭:০২:২৬
গ্যাব্রিয়েল, হেটমায়ারদের নিয়ে রোডস

তবুও তুষারের জন্য মন গলেনি কোচের

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ইতোমধ্যে ঢাকায় পা রেখেছে উইন্ডিজ দল। দুই দলের মধ্যকার সিরিজটি শুরু হবে টেস্ট দিয়ে। তবে এক জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট বাদে বাংলাদেশের ব্যর্থতা আড়াল করা যায় না। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্ট বাদে টেস্টে দুইশ’র ঘরে পা রাখতে পারেনি বাংলাদেশ। এই বছরেই তো উইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ খেলে এসেছে বাংলাদেশ।

ঐ সিরিজে তো রোচ, হোল্ডার, গ্যাব্রিয়েলের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। তাদের বিপক্ষে ৪৪ রানেও অলআউট হয়েছে টাইগাররা। তবে এবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে নেই হোল্ডার। এই খবর বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির হলেও, বাকি দুই পেসারই রয়েছেন উইন্ডিজ স্কোয়াডে। তবে এতকিছু ভাবছেন না বাংলাদেশ দলের হেড কোচ স্টিভ রোডস।

“প্রতিপক্ষ নিয়ে আসলে আমরা খুব বেশি চিন্তিত নই। আমাদের নিজেদের খেলাটা যাতে ঠিকঠাক হয়, সেটি নিয়েই আমাদের চিন্তা করা উচিত।”

বাংলাদেশ হেড কোচ প্রতিপক্ষ নিয়ে না ভাবলেও বাংলাদেশের বোলারদের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে উইন্ডিজ ব্যাটসম্যানরা। ভারতের বিপক্ষে সিরিজে বেশ সময় কাটিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান হেটমায়ার। ওয়ানডেতে তো একাই দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছেন এই ব্যাটসম্যান। হেটমায়ার ছাড়াও দারুণ ফর্মে রয়েছেন শাই হোপ। তারা জ্বলে উঠলে যে বিপদ হবে সেটা ভালো করেই জানা রোডসের।

“ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন দারুণ পেসার আছে। শ্যানন গ্যাব্রিয়েল তো বিদ্যুৎগতির। সে যদি আগুনে মেজাজে থাকে তাহলে ভয়ংকর বিপদ! শাই হোপকেও দেখে মনে হলো ভালো ফর্মে আছে। হেটমায়ার ভারতে ওয়ানডেতে যেমন খেলেছে, এখানে টেস্টে সেটি খেললে সেটিও আমাদের জন্য বিপদের হবে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ