ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

জয়ের দিকে এগিয়ে যাচ্ছে টাইগাররা ৭০ ওভার দেখুন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৯ ১৫:৫৩:০০
জয়ের দিকে এগিয়ে যাচ্ছে টাইগাররা ৭০ ওভার দেখুন সর্বশেষ স্কোর

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাজে পারফরম্যান্সের জন্য উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে স্কোয়াড থেকে বাদ পড়েন লিটন। ছিলেন না বিসিবি একাদশের স্কোয়াডেও। তবে শেষ মুহূর্তে বিসিবি একাদশের হয়ে খেলার সুযোগ দেয়া হয় লিটনকে। উইন্ডিজের বিপক্ষে এই অনুশীলন ম্যাচে মাত্র ১ রানে সাজঘরে ফিরেছেন লিটন।

চা বিরতির পর ব্যাট করছে বিসিবি একাদশ। লিটনের বিদায়ের পর মোহাম্মদ মিঠুনের সাথে যোগ দিয়েছেন ফজলে মাহমুদ রাব্বি। মিঠুন ২৩ রানে ও রাব্বি শূন্য রানে ক্রিজে আছেন।

এদিকে এর পূর্বে প্রথম দিন স্কোরবোর্ডে ৮৬.৩ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩০৩ রান যোগ করার পর দ্বিতীয় দিন আর ব্যাট না করার সিদ্ধান্ত নিয়ে ইনিংস ঘোষণা করে উইন্ডিজ ক্রিকেট দল।

এরপর ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় বিসিবি একাদশ। ১২৬ রানে উদ্ভোধনী জুটি গড়েন সৌম্য সরকার ও সাদমান ইসলাম। ১০৩ বলে ১০ চার আর ৩ ছক্কায় ৭৮ রান করে সৌম্যের বিদায়ের মাধ্যমে এই জুটি ভাঙ্গে। এরপর ৭৩ রান করে আউট হয়েছেন সাদমানও। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি নাজমুল হোসেন শান্ত ও জাকির হোসেনও। শান্ত ২১ ও জাকির ১৮ রান করেন।

সংক্ষিপ্ত স্কোরকার্ড-(দ্বিতীয় দিন চা বিরতির পর)

উইন্ডিজ: প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩০৩ রান।ব্র্যাথওয়েট ৬, হোপ ৮৮ (রিটায়ার্ড হার্ট), পাওয়েল ৭২, অ্যামব্রিস ১৭, চেজ ৩৫, হেটমায়ার ২৪, ডওরিচ ২৪, রেমন্ড ১৪*, পল ১৮*; শফিউল ১০-৩-২৩-১, নাঈম ২৬-৩-১০৪-২, রাব্বি ৫-১-১১-১, রুবেল ১০-২-৪০-১, সৌম্য ৫-১-১০-১।

বিসিবি একাদশ: প্রথম ইনিংসে ৫ উইকেটে ২২২ রান।চলছে ৭০ তম ওভারের খেলা।সৌম্য ৭৮, সাদমান ৭৩, মিঠুন ২৩*, শান্ত ২১, জাকির ১৮, লিটন ০, রাব্বি ০*

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ