ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

শতকের স্বপ্ন ভাঙ্গলে সাদমানের দেখুন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৯ ১৪:৩২:৩৯
শতকের স্বপ্ন ভাঙ্গলে সাদমানের দেখুন সর্বশেষ স্কোর

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটিং দৃঢ়তা।

মধ্যাহ্ন ভোজনের বিরতি থেকে ফিরে এসে আধিপত্য বিস্তার করে অর্ধশতক পূর্ণ করেন সৌম্য। মারমুখী মেজাজে তার রান তোলার বিপরীতে সচেতনতা অবলম্বন করে ব্যাট করতে থাকেন সাদমান।

অতি আগ্রাসী মনোভাবে ওয়ারিক্যানের বলে তুলে মারতে গেলে অ্যামব্রিসের ক্যাচে শেষ হয় তার ইনিংসটি। তার বিদায়ে ভাংগে১২৬ রানের উদ্বোধনী জুটি। আউট হওয়ার আগে ১০৩ বল মোকাবেলায় ১০ চার আর ৩ ছয়ে নিজের নামের পাশে ৭৮ রান যোগ করেন এ ব্যাটসম্যান। এরপর ক্রিজে যোগ দেন নাজমুল হোসেন শান্ত।

এর কিছুক্ষণ পর অর্ধশতক পূর্ণ করেন সাদমান। দ্বিতীয় উইকেট জুটিতে বেশ ভালোভাবেই এগোচ্ছিলেন এ দুজন। তবে বিপত্তি ঘটে ইনিংসের ৫১তম ওভারে এসে। কেমার রোচের করা বলে লাইন মিস করে শান্ত ব্যক্তিগত ২১ রানে সরাসরি বোল্ড হলে দলীয় ১৭৩ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে স্বাগতিকদের।

তার ফিরে যাওয়ার ক্ষত পূরণের আগে আবারও বড় ধাক্কার সম্মুখীন হয় বিসিবি একাদশ। চা বিরতির আগমুহূর্তে মোহাম্মদ মিঠুনের সাথে ভুল বুঝাবুঝিতে রান-আউটের ফাঁদে পড়লে ৭৩ রানে থামে সাদমানের ইনিংস। সেই সাথে দলীয় ১৮৭ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে স্বাগতিকদের।

দ্রুত শান্ত ও সাদমানের বিদায়ের পর মিঠুনের সাথে যোগ দিয়ে দলের হাল ধরেন জাকির হাসান। এ দুজনের দৃঢ়তায় আর কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৫৮ ওভার শেষে ৩ উইকেটে ১৯১ রান যোগ করে দ্বিতীয় সেশনের খেলা শেষ করে বিসিবি একাদশ।

সংক্ষিপ্ত স্কোরকার্ড-দ্বিতীয় দিন, দ্বিতীয় সেশন

উইন্ডিজ: প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩০৩ রান।ব্র্যাথওয়েট ৬, হোপ ৮৮ (রিটায়ার্ড হার্ট), পাওয়েল ৭২, অ্যামব্রিস ১৭, চেজ ৩৫, হেটমায়ার ২৪, ডওরিচ ২৪, রেমন্ড ১৪*, পল ১৮*; শফিউল ১০-৩-২৩-১, নাঈম ২৬-৩-১০৪-২, রাব্বি ৫-১-১১-১, রুবেল ১০-২-৪০-১, সৌম্য ৫-১-১০-১।

বিসিবি একাদশ: প্রথম ইনিংসে ১ উইকেটে ১৬৯ রান।সৌম্য ৭৮, সাদমান ৭৩, শান্ত ২১, মিঠুন ১৪*, জাকির ০*।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ