ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

জয়ের কাছাকাছি টাইগাররা,৯ উইকেটে টাইগারদের প্রয়োজন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৯ ১৩:৪৫:৪০
জয়ের কাছাকাছি টাইগাররা,৯ উইকেটে টাইগারদের প্রয়োজন

লাঞ্চ বিরতির পর ব্যাটিংয়ে নেমেই সফরকারীদের বিপক্ষে ব্যক্তিগত অর্ধশতক হাঁকিয়েছেন সৌম্য। দ্বিতীয় দিন মধ্যাহ্ন বিরতির পরই অর্ধশতকটি করেছেন তিনি।

কিন্তু সেঞ্চুরির পরেই যেনো ভয়ংকর হয়ে উঠেন সৌম্য ৩ ছক্কা ও ১০ চার হাঁকিয়ে দ্রুত সেঞ্চুরির দিকে ছুটছিলেন তিনি। কিন্তু তখনই অ্যামব্রিসের বলে ক্যাচ আউটের ফাঁদে পড়তে হয় তাকে। ১০৩ বলে ৭৮ রান করেই মাঠ ছাড়েন তিনি।

এর আগে প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। দিনের শুরুতে হালকা হোঁচট খেলেও মুখ থুবড়ে পড়েনি তাঁরা। শেষ পর্যন্ত দিন শেষ করেছেন ছয় উইকেট হারিয়ে ৩০৩ রানে। ব্যাটসম্যানরা ভালোভাবেই প্রস্তুতি সেরেছে।

তাই দ্বিতীয় দিন বোলাদের প্রস্তুতির জন্য ছেড়ে ইনিংস ঘোষণা করে দেয় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের একটি বলও মোকাবেলা করেনি তাঁরা। ৩০৩ রানেই ইনিংসের সিদ্ধান্ত নেয় দলটি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪২ রান। শান্ত ৯ ও সাদমান ৫৬ রান করে ব্যাট করছেন। ৪২ ওভার শেষ,জয়ের জন্য টাইগারদের প্রয়োজন আর মাত্র ১৬১ রান।

বিসিবি একাদশঃ রুবেল হোসেন (ক্যাপ্টেন), সৌম্য সরকার, জাকির হোসেন, মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বী, এবদাত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, নাঈম হাসান, শফিউল ইসলাম, রবিউল হক, মোহাম্মদ মিথুন, রিশাদ আহমেদ।

উইন্ডিজ দলঃ ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিশু, রস্টন চেজ, শেন ডওরিচ, শিমরন হেটমায়ার, শাই হোপ, কিমো পল, কাইরন পাওয়েল, রেইফন রেইফার, জোমেল ওয়ারিকেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ