ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

বিসিএলে বিশল চ্যালেঞ্জ আশরাফুল ও শাহাদাতের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৯ ১৩:৩৯:৪৬
বিসিএলে বিশল চ্যালেঞ্জ আশরাফুল ও শাহাদাতের

কাল মিরপুর একাডেমি মাঠে শাহাদাত বলেন, ‘বিশ্বাস ছিল, আমি দল পাব। যদি একজন ফাস্ট বোলারকেও নেয়া হয়, সে হব আমি। দল না পাওয়া অনেক বড় হতাশার। বলে বোঝাতে পারব না কতটা খারাপ লাগছে।’

সম্প্রতি শেষ হওয়া জাতীয় লিগে শাহাদাত পাঁচ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তার উপরে রয়েছেন ছয় বোলার। জাতীয় লিগে ভালো করায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি। শাহাদাত বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধ করে খেলব সেই ইচ্ছা আমার নেই। আমি জবাব দেব মাঠে। যদি না-ই নেয়া হয়, তাহলে কিছুই করার নেই। যারা সিনিয়র আছি তারা এখনও বুড়ো হয়ে যায়নি। এখনও চ্যালেঞ্জ করে বলতে পারি, যে কোনো পেস বোলারের চেয়ে আমি যদি ভালো করতে না পারি তাহলে খেলাই ছেড়ে দেব। এটা আমার চ্যালেঞ্জ, আপনাদের সামনেই চ্যালেঞ্জ করলাম।’

তিনি বলেন, ‘আমার সেরকম সক্ষমতা যদি না-ই থাকত, তাহলে আগেই খেলা ছেড়ে দিতাম। আমাদের সময় অনেক ফাস্ট বোলার ছিল, যারা এখন খেলতে পারছে না। কারণ তাদের সক্ষমতা নেই। এখনও প্রায় ১৪০ কিলো. গতিতে বল করতে পারি। বয়সও বেশি হয়নি। ভালো জায়গায় বল করছি। ফিটনেসও ভালো রয়েছে। তাহলে কেন সুযোগ পাব না?’

বিসিএলে কেন ফ্র্যাঞ্চাইজিরা আপনাকে দলে নিলেন না? শাহাদাত বলেন, ‘তারা হয়তো আমাকে পছন্দ করেনি। যদি এটা সত্যি হয়ে থাকে সেটি একটি সতর্কবার্তা। ফ্র্যাঞ্চাইজিরা যদি জাতীয় লিগে আমার পারফরম্যান্স দেখে থাকে, তাহলে তো না নেয়ার কথা নয়।

অনেক পেস বোলার রয়েছে যারা জাতীয় লিগে ভালো করতে পারেনি। দু’একটা ম্যাচ খেলেছে। তারা ফ্র্যাঞ্চাইজিদের পছন্দ। তাই সুযোগ পেয়েছে। এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর ব্যাপার। ক্রিকেটের জন্য বাজে একটা সময় বলব।’ তিনি বলেন, ‘বাংলাদেশে এখনও ভালো পেসার আসছে না কেন? কারণ, যারা পারফর্ম করছে তারা সুযোগ পাচ্ছে না। আমার কথা হয়তো অনেকের খারাপ লাগছে। কথাগুলো অনেক কষ্ট থেকে বলছি।’

ডাক না পাওয়ার পেছনে শৃঙ্খলজনিত কারণ রয়েছে কী?

শাহাদাত বলেন, ‘কম বয়স থাকতে হয়তো অনেক কিছু করেছি। অনেকদিন ধরেই কোনো উল্টাপাল্টা কাজ করি না। শেষ ছয় মাসে বাসা থেকে মাঠ, আর মাঠ থেকে বাসায় সময় কেটেছে। জাতীয় লিগে খেলার মধ্যেও কেউ অভিযোগ তুলতে পারেনি।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ