ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

বাংলাদেশের বাটিং ঝড়ে কুপোকাত উইন্ডিজ বোলরা দেখুন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৯ ১১:২৩:৫৫
বাংলাদেশের বাটিং ঝড়ে কুপোকাত উইন্ডিজ বোলরা দেখুন সর্বশেষ স্কোর

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তের পর ব্যাটসম্যানদের ধারাবাহিকতায় ৬ উইকেটে প্রথম দিন শেষে ৩০৩ রানের পুঁজি পায় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান আসে শাই হোপের ব্যাট থেকে। তাছাড়া পাওয়েল করেন ৭২ রান।

আগের দিনের দাপুটে ব্যাটিংয়ের পর ম্যাচের দ্বিতীয় ও শেষ দিনে আর ব্যাট না করার সিদ্ধান্ত নিয়ে বোলিং অনুশীলনে মন দেওয়াকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেন সফরকারী দলের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। যার ফলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকদের ব্যাট করার আমন্ত্রণ জানান তিনি।

ক্যারিবীয়ানদের বিপক্ষে স্বাগতিক বোলারদের মধ্যে কেউ আলাদাভাবে নজর কাড়তে না পারলেও নাঈম সর্বোচ্চ দুটি উইকেট ও শফিউল, রাব্বি, সৌম্য, রুবেল প্রত্যেকে একটি করে উইকেট নিজেদের ঝুলিতে জমা করেন।

প্রতিপক্ষ দলের অধিনায়কের ইনিংস ঘোষণার সিদ্ধান্তের পর ইনিংসের গোড়াপত্তন করে বেশ ভালোভাবেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সৌম্য ও সাদমান। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ৩৫ রান। ব্যক্তিগত ১৮ রানে সৌম্য ও ১৮ রানে অপরাজিত থেকে এ মুহূর্তে ব্যাট করছেন আরেক ওপেনার সাদমান।

সংক্ষিপ্ত স্কোরকার্ড-প্রথম দিন শেষেউইন্ডিজ: প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩০৩ রান।ব্র্যাথওয়েট ৬, হোপ ৮৮ (রিটায়ার্ড হার্ট), পাওয়েল ৭২, অ্যামব্রিস ১৭, চেজ ৩৫, হেটমায়ার ২৪, ডওরিচ ২৪, রেমন্ড ১৪*, পল ১৮*; শফিউল ১০-৩-২৩-১, নাঈম ২৬-৩-১০৪-২, রাব্বি ৫-১-১১-১, রুবেল ১০-২-৪০-১, সৌম্য ৫-১-১০-১।

বিসিবি একাদশ: প্রথম ইনিংসে বিনা উইকেটে ৪০ রান।সৌম্য ১৮*, সাদমান ১৮।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ