ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

উইন্ডিজ সিরিজে তামিমের খেলা নিয়ে রোডসের মন্তব্য

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৯ ০৮:২৬:৩৯
উইন্ডিজ সিরিজে তামিমের খেলা নিয়ে রোডসের মন্তব্য

ইনজুরির কারণে উইন্ডিজের যেমন নেই জেসন হোল্ডার, তেমনি বাংলাদেশেরও নেই তামিম ইকবাল; কাজেই শক্তিমত্তার দিকেও সমান দুই দল- এমনটা উল্লেখ করে তিনি জানান,

'সত্যি কথা বলতে, আমাদের অনেক বেশি চিন্তার সুযোগ নেই। আমরা উইন্ডিজ সিরিজের অপেক্ষা করছি। প্রতিপক্ষ হিসেবে তাঁরা দারুণ। এটা আমরা জুলাইতে দেখেছি। বাংলাদেশের কন্ডিশন অবশ্য কিছু আলাদা।

'আশা করছি, তাঁদের বিপক্ষে আমরা ভাল খেলতে পারব। তাঁদের অবশ্য ইনজুরির কিছু সমস্যা আছে, জেসন হোল্ডার দেশে ফিরে গিয়েছে। অপরদিকে আমাদেরও তামিম ইকবাল নেই। আমি আশা করবো তামিম দ্রুতই ফিরবে। এদিকে প্রতিযোগিতাও কঠিন হবে।'

উল্লেখ্য, সিরিজের আগে ইনজুরির কারণে ছিটকে পড়তে হয়েছে উইন্ডিজ টেস্ট ও ওয়ানডে অধিনায়ক ২৭ বছর বয়সী জেসন হোল্ডারকে। দীর্ঘদিন ধরে কাঁধের সমস্যায় ভুগছিলেন তিনি।

ভারতের লম্বা সফরের পর সেটি আরও বাড়ায় বাংলাদেশ সফরে নেই তিনি। অপরদিকে পুনরায় পাঁজরের ইনজুরিতে পড়ায় ক্রিকেট থেকে আবারও ছিটকে গেছেন তামিম ইকবাল।

নেটে ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরে আঘাত পেয়েছিলেন তামিম। দুই দেশের দুই তারকা ক্রিকেটার না থাকাতে শক্তির পাল্লা সমান করেই বিবেচনা করছেন রোডস।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ