ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

নতুন বছরে ভক্তদের যে সুখবর দিচ্ছেন শাকিব খান

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৮ ২২:৪৫:৩৬
নতুন বছরে ভক্তদের যে সুখবর দিচ্ছেন শাকিব খান

এবারের টার্গেট আগের চেয়েও বড় প্রতিষ্ঠান। এবার সে গুঞ্জনই সত্যি হতে চলেছে। বিষয়টি নিয়ে শাকিব খানের কাছে জানতে চাইলে তিনি রহস্যর হাসি দিয়ে বললেন, ‘এখনই সবকিছু বলতে চাই না। সময় হলেই সবাইকে জানাব। আমি কথা কম বলে কাজ করে যেতে চাই।’

তবে তার হাসির আড়ালে যে বড় কোনো চমক লুকিয়ে আছে সেটা ঠিকই বোঝা গেল। চমকটি জানতে শাকিব ভক্তদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

এদিকে শাকিব খান নিয়মিত দেশি ছবিতে টানা কাজ করার কারণে অনেকেই ভেবে নিয়েছিলেন কলকাতায় তার চাহিদা ফুরিয়েছে। এ নিয়ে সিনেপাড়ায় নানা গুঞ্জনও ছিল। এ বিষয়ে শাকিব খান বলেন, ‘দেখুন, বাংলাদেশে বড় বাজেটের ছবি হচ্ছে না। ইন্ডাস্ট্রি সচল রাখতে ভালো ছবি প্রয়োজন। তাই আমি চলতি বছর শুধু দেশের ছবিতে সময় দিয়ে কাজ করছি। দিন শেষে আমি বাংলাদেশেরই সন্তান। দেশের ইন্ডাস্ট্রির জন্য যে কোনো কিছু ত্যাগ করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘কলকাতার ছবির প্রযোজক আমার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখতেন। তাদেরও বলেছি, দেশের ছবি প্রায়োরিটি দিয়ে কলকাতার ছবি করব। তাছাড়া কে কি বলল, এ নিয়ে কখনও আমার মাথাব্যথা ছিল না। এখনও নেই। পেছনে লোকে অনেক কিছুই বলবে। কাজটা করে দেখানোর মানুষ খুবই কম।’

এ মুহূর্তে শাকিব খান শামীম আহমেদ রনির পরিচালনায় ‘শাহেনশাহ’ ছবির শুটিং করছেন। এ ছবিতে আরও অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও নবাগতা রোদেলা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে