ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ দলের যাদেরকে বিপদজ্জনক বললেন রোডস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৮ ২১:১৫:৪৫
বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ দলের যাদেরকে বিপদজ্জনক বললেন রোডস

ক্যারিবিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েল ছন্দে থাকলে দারুণ বিপজ্জনক হয়ে উঠতে পারেন বলেই মনে করেন তিনি। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন দ্রুত গতির বোলার রয়েছে। বিশেষ করে শ্যানন গ্যাব্রিয়েল। তার বলে বৈদ্যুতিক গতি। সে যদি ছন্দে থাকে তাহলে দারুণ বিপজ্জনক।’

এদিকে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে আজ ৮৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান শাই হোপ। অন্যদিকে ভারতের বিপক্ষে দারুণ খেলেছেন শিমরণ হ্যাটমিয়ার। এই দুইজনও বাংলাদেশের পথের কাঁটা হতে পারেন।

কোচ বলেন, ‘আমি অন্য মাঠে ছিলাম, বিসিবি একাদশের বিপক্ষে খেলার কিছু অংশ আমি দেখেছি। শাই হোপ ভালো ছন্দে আছে। সে এমন একজন ব্যাটসম্যান যার কাছ থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। হ্যাটমিয়ার যদি ভারতের বিপক্ষে খেলা ওয়ানডের ফর্মটা রূপান্তরিত করতে পারে তবে সে আমাদের জন্য বিপজ্জনক চরিত্র হতে পারে।’

তিনি আরো বলেন, ‘আমরা আমাদের প্রতিপক্ষ নিয়ে খুব বেশি চিন্তিত নই, আমাদের নিজস্ব খেলাটা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত। আমাদের প্রতিযোগীতাপূর্ণ হতে হবে এবং ম্যাচ জয়ের ক্ষেত্রে অনেক এগিয়ে নিবে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ